এই সময়ের কবিতা
মেলানকলির শূন্যতা
শঙ্কর তালুকদার
স্বপ্নই আমার সে তো অন্য বাহার -
বেঁধেছে বাসাও সে সেই শূন্যতার!
তাই হৃদয় হীনা ফলিত সে জীবন
সেই একলা চলা- সাথী হাহাকার।
লাগে না ভালো সে একা পথটাকে,
রাতের মতই সে কালো হয়ে থাকে,
দিনের আলোয় চোখ ঝলসায় শুধু
স্মৃতির ধূলোয় তা জমা হয়ে থাকে!
ধূসর লাগে যে সেই সকল প্রাকার,
কোলাহল মুখরিত শুধু নির্জনতার-
পাঁজরের নীচেই ভ্যাকুয়েম ক্লীনার-
তবুও হৃদয়টা কেবল শূণ্য পরিসর।
এ মেলানকলিতেও শূন্যতাই আঁকা
তবুও হৃদয়হীনতায় - একাই থাকা!
চাঁদহীন আঁধারেও তুমি ছাড়া একা-
তারারাও ভাবে- আমি বুঝি বোকা।
চলতে পথে ও জমা পাথরের খোঁচা
হাটিও আমি একাই তুমি নেই যেথা
খেয়াল ডিঙিয়ে আবদার যেথা নেই -
থেমে গেছে সব কামারেরই নেহাই!
হৃদয়ের ভাষায় পথ হারিয়ে ফেলে -
পুরনো স্বপ্ন বাসা বানাতে ভোলে!
সব স্বপ্নই আমার তাই অন্য বাহার -
বাঁধে বাসা বুঝি সেই মহা শূন্যতার!
আরও পড়ুন 👇👇
http://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_26.html


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন