লেবেল

বুধবার, ১০ মার্চ, ২০২১

আজ থেকে প্রকাশিত হলো —ধারাবাহিক ভ্রমণ কথা ( পর্ব- ১) ।। পৃথিবীর উল্টো পিঠ — বিশ্বেশ্বর রায়।।Ankurisha।। E.Magazine ।।Bengali poem in literature ।।




ধারাবাহিক  ভ্রমণ  কথা ( পর্ব- ১)

  পৃথিবীর উল্টো পিঠ  

   বিশ্বেশ্বর রায়


ক'দিন ধরে আকাশে মেঘের লেশমাত্র নেই৷ ভ্যাপসা গরমে গা-হাত-পা চিড়বিড় করছে৷ আষাঢ় মাসে বৃষ্টি প্রায় পড়েই নি৷ হাওয়া অফিসের মতে বৃষ্টিপাতের ঘাটতি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ৷ শ্রাবনেও বৃষ্টির দেখা নেই৷ এফ. এম. রেডিওতে যদিও প্রায় প্রতিদিনই আশার বানী গীত হচ্ছে—"আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে", কিংবা "আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে৷" দুয়ার কাঁপা তো দূর অস্ত্ , মৃদু টোকাও শুনতে পাওয়া যায় না দুয়ারে৷ মানুষ চাতকের মতো রৌদ্র-দগ্ধ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ ফেটে জল ঝরছে, কিন্তু মেঘ ফেটে দু'ফোঁটা বৃষ্টি ঝরছে না৷ অলক মেঘের মতো ধূসর কিছু আনমনা মেঘ হালকা ছায়ার আঁচল টানটে টানতে দয়িতের বাড়ির অঙ্গণ দিয়ে "আনবাড়ী" চলে যায়৷ এক নিষ্ঠুর নিদাঘ দিন-রাত্রি যাপন৷ কিন্তু হঠাৎই আজ সকাল থেকে শুরু হলো ঝির্ ঝিরে বৃষ্টি৷ হাওয়া অফিস সূত্রে ঘোষণা ছিল দু'তিন দিন আগে থেকেই—হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে৷ তার সত্যতা প্রমাণিত হল সকাল থেকেই৷ যে বৃষ্টির জন্য বেশ কিছুদিন ধরে হা-হুতাশ করছিলাম, আজ তার আবির্ভাবে বিরক্তি প্রকাশ করতে লাগলাম—"বৃষ্টি শুরুর আর দিন পেলো না, আজই শুরু হল!" আসলে বিকেল চারটেয় আমাদের বেরোতে হবে৷ সাড়ে চার মাসের জন্য মেয়ে-জামাই আর ছেলের কাছে কাটাবার জন্য যাচ্ছি পৃথিবীর ধনীতম দেশ আমেরিকায়৷ রাত্রি আটটা পনেরোয় নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে আমাদের আকাশযান৷

         বেরোনোর ঘন্টাখানেক আগে থেকে সত্যিই শুরু হল মাঝারি বৃষ্টিপাত৷ বেরোতে হল প্রায় ভিজতে ভিজতেই৷ গোপাল গাড়ি চালাতে চালাতে বললো—"বেশ শুভ লক্ষণ৷ আপনাদের যাত্রা শুভ হোক৷" দমদমে পৌঁছোতে পৌঁছোতে বৃষ্টি আবার প্রায় থামার মুখে৷ ইলশেগুঁড়ির মতো হালকা ঝির্ ঝিরে বৃষ্টির সর তখনও গাড়ির উইন্ডস্ক্রিনে গড়িয়ে চলেছে৷ রাস্তায় বৃষ্টি-জলের হালকা স্রোত পাশের নর্দমার ঝাঁঝরির মধ্যে মুখ লুকোচ্ছে৷ গাড়ির চাকায় জল ছিটোবার সর্ সর্ আওয়াজ৷ গাড়ি থামলো এসে বিমানবন্দরের সামনের রাস্তার ধারে৷ ডিকি থেকে আমাদের লাগেজগুলি নামাতে নামাতে গোপাল আবার বললো—"শুভ যাত্রা৷"

              



চলবে...



---------------- ---------------- ---------------- 

প্রতি বৃহস্পতিবার  প্রকাশিত এই ধারাবাহিক 'ভ্রমণ কথা' অঙ্কুরীশা-র  পাতায় ক্লিক করে  পড়ুন ও  পড়ান।

---------------- ---------------- ---------------- 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন