এ মাসের কবিতা
তুমি আছো তাই বসন্ত উৎসব
সৌমিত বসু
ইচ্ছে করলেই যে তোমার হাত ধরে ঘোড়ায় তুলতে পারি
তা কিন্তু নয়
কিংবা তোমাকে পাবার জন্য
চিতোরগড় থেকে কিছুদুরে পেতে ফেলবো শত্রুশিবির,তাও নয়
এমনকি তোমার আলতামাখানো পা দুটোতে হাত বুলিয়ে
ধুয়ে দেবো জলে তেমন সাধ্যও নেই
তবু প্রমানহীনভাবে আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছি
আর পায়ের নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে
শেষবারের মতো বলে চলেছি তোমায় ভালোবাসি।
তোমার চোখের দিকে তাকাতে আমার ভয় করে
তোমার গায়ের গন্ধ নাকে এসে লাগলে আমি পিছিয়ে আসি
তোমার গলার শব্দ যতদূর পৌঁছায় আমি তার ত্রিসীমানায় ঘেঁষি না
তবু স্বপ্নে তোমাকে আপ্রাণ দু-হাতে
ঘষাকাঁচ স্পষ্ট করতে থাকি আর বলি তোমায় ভালোবাসি।
সারাজীবন ধরে আমি একটা চাকরি খুঁজেছি
শুধু তোমার জন্য
একটা অসম্ভব প্রেমের কবিতা লেখার চেষ্টা করেছি তোমাকে নিয়ে
যাতে জীবনে না এলেও থেকে যাও আমার কবিতায়।
কপালের মাঝখান থেকে সিঁথি সরে বামদিকে আসার আগেই
যেন নতুন করে আবিষ্কার করতে পারি তোমাকে
যেভাবে বকের ডানায় বিন্দু বিন্দু জল আবিষ্কার করে আকাশ
ঘাসের ওপর বিন্দু বিন্দু জল আবিস্কার করে আকাশ
ঘাসের ওপর বিন্দু বিন্দু জল আবিষ্কার করে রোদ
ভাত বেড়ে দেবার সময় তোমার চোখের ভাষা আবিষ্কার করে ফেলে তোমার পুরুষ
জানো,সারাটা জীবন ধরে আমি একটা পদ্মপাতা খুঁজে চলেছি
যার ওপর ধরে রাখতে পারি আমার চোখের জল।
কখনো আসবোনা আর এমনকি স্বপ্নেও
যদি একবার বলো আমি কেউ নই
যদি একবার বলো,নিস্তব্ধ দুপুরের বসন্তের বাতাস যখন চিরে চিরে দেয় নারকেলপাতা
তখন কি আমার নি:শ্বাস লেগে টুকরো টুকরো হয়না তোমার আয়নার কাঁচ
সহস্র গোধূলি থেকে মুঠো মুঠো বালি
ছড়িয়ে ছিটিয়ে পড়েনা তোমার বুকের আনাচে কানাচে?
যদি না বলো,তাহলে সত্যিই নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে
একবারও বলবোনা তোমায় ভালোবাসি।
পারি,পারি চুল ধরে তোমায় ঘোড়ায় তুলতে
পারি আঙ্গুল কেটে রক্ত ছিটিয়ে দিতে চোখেমুখে তোমার
পারি স্বপ্নের মধ্যে তোমায় নিয়ে উড়ে যেতে সাইবেরিয়া
শুধু কি কি পারি সেটুকুই তোমাকে জানাতে পারিনা কোনোমতে।
আরও পড়ুন 👇👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/02/ankurishaemagazinebengali-poem-in_28.html
---------------- ---------------- ----------------
এই বিভাগে আপনিও মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। মতামত জানান।
ankurishapatrika@gmail. com
----------------- ---------------- ----------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন