লেবেল

সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

আজকের ভৌতিক গল্প । চতুর্থ পজিশন — কবিরূল। Ankurisha।E.Magazine । Bengali poem in literature ।

 


আজকের  ভৌতিক গল্প 


চতুর্থ পজিশন 
 কবিরূল
   
 

     নাচের অনুষ্ঠানে এসে যে এই রকম ভৌতিক ঘটনা ঘটবে সেটা কেউই ভাবতে পারেনি। চৌদ্দজনের গ্রুপ ডান্স। সেখানে একটি মেয়েকে গ্রুপ ডান্সের সময় দেখা যাচ্ছে না। অথচ তার পরিবর্তে অন্য একজন ঢুকে বেশ নাচ করছে। কিন্তু যখন ছবি তোলা হল তখন নতুন মেয়েটিকে আর কেউ ছবিতে দেখতে পাচ্ছেনা।

      সুবিমল অনেক কটা শট নিল। আর প্রতিবারেই একই ঘটনা। নতুন মেয়েটি কখন এসে স্টেজে উঠে চৌদ্দ জনের গ্রুপে ঢুকে পড়ছে সেটা কেউই বুঝতে পারল না। আর ও সেটা করছে বাঁদিক আর ডানদিক থেকে   যখন কোন মেয়ে চতুর্থ পজিশন এ থাকছে। আর চৌদ্দছনের টিমে সাত জন করে দুটো রো। প্রথম আর দ্বিতীয়। দুটি রোতেই এই ঘটনা ঘটছে।চতুর্থ পজিশনে থাকা মেয়েটির পরিবর্তে নতুন মেয়েটি ঢুকে নাচ করছে।

     সুবিমল নাচের মেন কোরিওগ্রাফারের কাছে গেল। তিনি অনেকক্ষণ ধরে গ্রীনরুমে আছেন। আসলে কোন সাড়াশব্দ নেই। এদিকে একটু পরেই আরো একটি গ্রুপের নাচ শুরু হবে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও যখন কোন সাড়া শব্দ পাওয়া গেলনা সুবিমল গ্রীনরুমে উঁকি মারতেই গা ভয়ে কাঁটা দিয়ে উঠল। কোরিওগ্রাফারের মৃতদেহটা বিছানার উপরে পড়ে রয়েছে। ইলেকট্রিকের তার দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

     শুধু কোরিওগ্রাফার নয়। অনুষ্ঠানের যিনি অর্গানাইজর তারঁও অনেকক্ষণ কোন সংবাদ পাওয়া যায়নি। পরে উনার ডেডবডি পাওয়া যায় বাথরুমের পাশে জঙ্গলে। দু দুটো তাজা প্রাণ এভাবে ঝরে গেল। সবার শরীরে রীতিমত কম্পন শুরু হয়েছে। ডেডবডি পোস্ট মর্টেমে পাঠাতেই আরো চমক দেখা গেল। ডাক্তার রিপোর্ট করেছে বেলা দেড়টাতে মারা গেছে। কিন্তু মরার সময় দেখাচ্ছে বৈকাল চারটে।

      সুবিমল ভীষণ ভয় পেয়ে গেছে। এবার চারটেতে আবার প্রতিযোগিতা শুরু হবে। ওকে দেখতেই হচ্ছে নতুন কোন মেয়ে নাচ করছে।আর চতুর্থ পজিশনে কে  এসে ঢুকে পড়ছে। আগের বেশ দু তিনটে প্রতিযোগিতায় চতুর্থ পজিশনে থাকা মেয়েদের জিজ্ঞাসা করে জানা গেল যে  ওরা ঐ পজিশনে নাচ করে গেছে। ওদের পরিবর্তে নাচ কেউ  করেনি। বা কেউ স্টেজে ওঠেনি। আর ছবিতেও ধরা পড়েনি নতুন কোন মেয়ে নাচ করেছে কি না ?

     তাহলে? ব্যাপারটা ভীষণভাবে ভাবাচ্ছে সুবিমলকে?

       ঠিক চারটেতে আবার নাচ শুরু হল। চৌদ্দজনের টিমে সবাই ঠিক মতো নাচ করছে। শুধু দেখতে হবে চতুর্থ পজিশনে কি এমন ঘটনা ঘটছে যার জন্য অন্য কোন মেয়ে এসে নাচ করছে? অথচ চৌদ্দজনের প্রতিজনকে জিজ্ঞাসা করলে সকলের একটাই কথা - চৌদ্দজনের গ্রুপে নতুন কেউ ডান্স করেনি।

        এবারের গ্রুপ ডান্সের চৌদ্দজনের টিমে যারা আছে তারা প্রত্যেকেই টেলেন্টেড। সুবিমল বেশ খুশী। একটার পর একটা ছবি তুলছে। হঠাৎ করে লোডশেডিং হবার মত সব আলো নিভে গেল। যদিও টিমটিম করে দু একটা আলো জ্বলছে। সুবিমল দেখল সত্যিই চতুর্থ পজিশনে একজন এসে নাচ করছে। চতুর্থ পজিশনে যার থাকার কথা -  ডান্সার কমলীকা ঘোষ সে নেই।আর ঐ পজিশনে একটা কঙ্কাল নাচ করছে।

      আতংকে সবাই হল  থেকে বেরিয়ে এল।চতুর্থ পজিশনে থাকা ভান্সার কমলীকা ঘোষের পরে ডেড বডি পাওয়া যায়।
  আসল বিষয়টা পুরানো নেপালী নাইটগার্ডের ভায়েরী থেকে জানা যায়।

       বহুদিন আগে একটি গ্রামের খুবই প্রতিভাবান মেয়ে এখানে নাচ করতে আসে। ওকে অনুষ্ঠানের অর্গানাইজর আর কোরিওগ্রাফার সুযোগ করে দেয়। মেয়েটিকে বলা হয় যে চৌদ্দজনের গ্রুপ ডান্সে চতুর্থ পজিশনে সে নাচবে। কারণ চতুর্থ পজিশনে যিনি নাচ করবে তিনি অসুস্থ। অনুপস্থিত। আর তার বিনিময়ে মেয়েটিকে কুপ্রস্তাব দেয়। আর মেয়েটি রাজি না হওয়ায় ওকে ঐ দুজনে ধর্ষণ করে। সেই থেকে ঐ মেয়েটার অতৃপ্ত আত্মা ঐ ভাবে নাচের অনুষ্ঠানে নাচ করে। আর সুযোগ পেলেই মানুষকে হত্যা করে। এবারের বলি তিনজন।




আরও  পড়ুন 👇👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/02/ankurisha-emagazinebengali-poem-in.html


  


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন