লেবেল

শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

নববর্ষের গুচ্ছকবিতা ।। দুরন্ত বিজলী

 



নববর্ষের গুচ্ছকবিতা   

দুরন্ত বিজলী


১.

আত্মীয় 


বিষণ্ন হিংসা জ্বালিয়ে 

পুড়িয়ে দিচ্ছে অন্দর

ঘোর অন্ধকারে 

বিন্দু বিন্দু আগুন

আলো ছড়িয়ে পড়ছে

তরল কণায় ভেজা আয়নায় 

সেই আলোর ভেতর 

জেগে উঠছে 

আত্মার আত্মীয়



২.

 হলদির কাছে এলে


হলদির কাছে এলে 

মনে পড়ে মাকে,

কুঁড়ি থেকে ফুলগুলি

তার বাঁকে বাঁকে।

ছড়িয়ে ছিটিয়ে  আছে 

রোদ জল বায়ু,

কূলে কূলে এগিয়ে আসে 

আয়ু পরমায়ু।


৩.

চাবি 


দেরাজে লুকানো আছে চাবি 

খোলার জন্য চাবিটিও লুকোনো আছে 

লক খুলতে গেলেই চিচিং ফাঁক 

দেরাজের চাবিটি সব সময় ডাকে



----------------------------------------------------------------

এই বিভাগে আপনিও মৌলিক অপ্রকাশিত লেখা পাঠান। মতামত জানান। 


ankurishapatrika@gmail. com

----------------------------------------------------------------

                  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন