লেবেল

শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

বইমেলা সংখ্যার কবিতা ।। অজিত বাইরী

 


বইমেলা সংখ্যার কবিতা    

অজিত বাইরী

১.

মালিন্য ঢাকা পড়ে না  


বাঁধের উপর থেকে দিগন্ত-ছোঁয়া মাঠের 

ওপারে সূর্যাস্তের দৃশ্য

স্মৃতিতে ম্লান হবে না কখনও।


বর্ষপঞ্জির পাতা বছর বছর উল্টে গেলেও

শরতের ভোরে শিশির-ভেজা ঘাসের উপরে

মলিন হবে না রাশি রাশি ঝরা-শিউলির শুভ্রতা।


বৈশাখী পূর্ণিমার ফিনফিনে জ্যোৎস্না উঠোনময়;

তার উপর নারকেল পাতার চিরুনি-ছায়া।

মুখের উপর আধখানা আঁচল টেনে

ত্রস্ত পায়ে উঠোন পেরিয়ে যাওয়া

মার মুখখানি তিন দশক পরেও একইরকম উজ্জ্বল।


কিছু কিছু অর্জন পুরোনো হয়েও হয় না পুরোনো;

জীবনের মালিন্যেও ঢাকা পড়ে না কণা কণা অভ্র।


.

 যাত্রা  


স্বপ্ন নিয়ে আছি বেঁচে; সবকিছু গড়ে

উঠবে আবার, যা-কিছু গেছে ভেঙে

যা-কিছু হারিয়েছি এতদিনের অন্ধকার- যাপনে; 

 বিশ্বাস আছে ,অন্ধকার যত নিবিড় হোক, 

আকাশের সব তারা যায়  না মুছে।


স্বপ্ন  নিয়ে আছি বেঁচে; মানুষ উঠে দাঁড়াবে

যেমন ঝড়ে বিধ্বস্ত গাছ দাঁড়ায় মাথা তুলে ।

মানুষ সাজাবে সংসার, গৃহে বধূ, উঠানে শিশু।

তৃতীয়ার বাঁকা চাঁদ উঁকি দেবে ডালপালার 

ফাঁকে, স্মৃতিকাতর মানুষ বসবে মুখোমুখি 

কথার পিঠে কথা চড়িয়ে  অতীত ও বর্তমানকে মেলাবে।


সময় হোক যত কৃষ্ণবর্ণ; অক্ষরগুলো

চেনা যাবে রাতের নক্ষত্রের মতো।

ঘড়ির কাঁটা লেখে না ইতিহাস;

ইতিহাস লেখে মানুষের অফুরান যাত্রা ।






--------------------------------------------------------------------
আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা আজই পাঠিয়ে দিন। মতামত জানান। 
ankurishapatrika@gmail. com

----------------------------------------------------------------------                    
    


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন