গুচ্ছ কবিতা
অসীম ভুঁইয়া
১.
দহন - কথা
অকারণ নিন্দেগুলো ছড়িয়ে রয়েছে উঠোনে
অবজ্ঞা ও অপমানেরা হয়েছে পথসঙ্গী ।
এদের দিয়ে রোজ আমার যন্ত্রণা শিখে নেওয়া
খসে যাওয়া শুকনো পাতা বাতাসে উড়ে উড়ে যেভাবে
জন্মঋণে মিশে যায় সেভাবে।
অন্ধকারের প্রতিটি ধাপে এক একটা বিষ মাখানো তির
অপেক্ষায়... তাকে পাশ কাটিয়ে উঠতে গেলেই
অসহ্য দহন - জ্বালা।
কীভাবে যে বেঁচে থাকার কৌশল রপ্ত করতে হয়
আজো তা অজানা, তাই
বিকেলের প্রতিবিম্ব আবছা হতে থাকে,
ঘটে যায় ভুলের নক্ষত্র - পতন।
কোনো আশাব্যঞ্জক হাওয়াই দ্বীপ আজো অধরাই
থেকে গেল।
অপরাধের মাত্রা বোধও গোপনতার কুঁড়েঘরে পোশাক ছেড়ে
নিদ্রা গেল সাময়িক।
আর আমি না - ভাঙ্গা শপথের শরশয্যায়
জেগে থাকলাম অনন্ত।
২.
উত্তরণ-কথা
আদর পেতে চাওয়া মৃত্যুটি সামনে এসে দাঁড়ালে
তাকে ভয় পেতে নেই।
কারণ জন্ম- তৃষ্ণা তো তারই জঠরে সমাহিত।
একেকটি মুহূর্তের মোড়ে সেই তো দাঁড়িয়ে থেকে -
জীবন পড়িয়ে দেয়।
ভুল শুধরে দেয় জন্মবোধের...
একটি হাওয়া যখন শীতলতা নিয়ে ধরা দেয় ভ্রুপল্লবে,
তখন কী তার বিষাক্ত হাওয়ার খবর
মনে থাকে?
তেমনি একেকটি দিন ও রাত যখন গাছের ডাল থেকে
খসে পড়ে
তখনও কী মৃত্যু হয়ে মাটিতে মিশে যায় না
এক চিমটে আগুন - বীজ।
আসলে যতগুলি বেঁচে ওঠার সিঁড়ি অপেক্ষা করে থাকে
ঠিক কতগুলিই না - বাঁচার সিঁড়িও নিচে নেমে আসে।
৩.
চিহ্ন
মাথার ভেতর নানা চিহ্ন কিলবিল করছে।
প্রশ্ন,বিস্ময়,কমা,সেমিকোলন, হাইফেন প্রভৃতি।
ছেদ - চিহ্ন আজো অধরা
কারণ নির্মাণ ও বিনির্মাণ সর্বদা ডট এঁকে দিচ্ছে।
এ এক অদ্ভুত পথমানতা-
প্রতিটি মুহূর্তে একেকটি থমকে যাওয়া স্মৃতি - চিহ্ন জুড়ে যায়।
যার কথা ব্যাকরণে নেই,
অলিখিত প্রবাদে আছে।
সে এক সূর্য ওঠা ও ডুবে যাওয়ার ক্যানভাস
তার সঙ্গে গাঁটছড়া না বাঁধলে জীবন পূর্ণ হয় না।
অজ্ঞতা ও অভিজ্ঞতা - একটি ব্যঞ্জনের তফাৎ শুধু
কিন্তু এক মহা-স্থলভূমির মাটির ভাষাকে
বদলে দিতে পারে তারা।
নোট লিখতে পারে খাদ ও চড়ার,
পাহাড় ও সমভূমির।
তাই -
স্মৃতির প্রভেদ ও প্রকরণ এক নিজস্ব চিহ্নের দাবি রাখে
৪.
উষ্ণতা
নিজেকে নির্মাণ করতে গিয়ে থমকে দাঁড়াই
কত কাটাকুটি অমসৃণতা প্রলেপ মেখে আছে।
আবরণ সরিয়ে দিতেই জিভ কেটে বেরিয়ে এল
এক কঙ্কাল। আর -
ঠিক তখনই হাতের মুঠোয় উষ্ণতা জমা হল।
----------------------------------------------------------------
এই বিভাগে আপনিও মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। মতামত জানান।
ankurishapatrika@gmai.. com
----------------------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন