অঙ্কুরীশা
শারদীয় ১৪২৭/২০২০
সম্পাদক- বিমল মণ্ডল
গ্রাম+পোস্ট-চৌদ্দচুলী
থানা- খেজুরী
জেলা- পূর্ব মেদিনীপুর
মোবাইলনম্বর -৮৭৬৮৫২৭০৭০
সূ চি প ত্র
স ম্পা দ কী য়
বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশ যেমন তাঁর হাতে,তেমনি যা কিছু শুভ, তা উদ্বোধিত হয় তাঁর মঙ্গলযাত্রার আগমনকে কেন্দ্র করে।বাঙালির এই পুজো আক্ষরিক অর্থে এক মহা মিলনের উৎসব। ধনি-নির্ধন জাত-ধর্ম নির্বিশেষে অগণিত মানুষের এই উৎসব আনন্দের। কিন্তু কোভিড-১৯ অতিমারি প্রকোপে সমগ্র বিশ্ব আজ জীবন-জীবিকার ঘোর সংশয়ে।চারদিকে মৃত্যু আর আতঙ্ক। তার মাঝে বাঙালির আশা -ভরসা এই মহিষাসুর মর্দিনী। তাই তাঁর কাছে প্রার্থনা- যেন আবার জেগে উঠুক নতুন এক পৃথিবী। এই আশার মাঝে শরতের অরুণ আলোর অঞ্জলিতে ভরে উঠুক প্রকৃতির মাঝে মানুষের সহৃদ মন আর বেঁচে থাকার প্রত্যাশা। সেই আনন্দ যেন হয়ে ওঠে চিরন্তন। আনন্দ-প্রবাহিনী এই উৎসবে 'অঙ্কুরীশা' পত্রিকায় মাতৃ আরাধনায় এক নৈবেদ্য সাজিয়েছেন। যা নবীন -প্রবীণের মিলিত প্রয়াসই এই পত্রিকার সৃষ্টিসত্তা। কবিতা, ছড়া, গল্প, রম্যরচনার সকল সৃষ্টিশীল ব্যক্তিদের জানাই এই পত্রিকার পক্ষ থেকে অতিমারির মাঝে সাদর আমন্ত্রণ।
প্রবন্ধ-
আশিস মিশ্র, তুলসীদাস মাইতি, অনীশ ঘোষ, বিমল মণ্ডল
কবিতা/ছড়া ( পর্ব-১)
জ্যোতির্ময় দাশ, যশোধরা রায়চৌধুরীর, রতনতনু ঘাটী, অশ্রুরঞ্জন চক্রবর্তী, বীথি চট্টোপাধ্যায়, অজিতেশ নাগ, দীপ মুখোপাধ্যায়, রবীন বসু, সৌমিত বসু, গৌতম হাজরা, অমিত কাশ্যপ, বিকাশ চন্দ, উৎপল মান, বিপ্লব চক্রবর্তী, শুভঙ্কর দাস, পাপড়ি ভট্টাচার্য
রম্যরচনা
কৃপাণ মৈত্র
কবিতা/ছড়া( পর্ব-২)
--------------------
অশোককুমার লাটুয়া, শুভ্রাশ্রী মাইতি, শ্যাম সুন্দর মণ্ডল, সৌরভ ঘোষ, বিকাশ মণ্ডল, সুবীর ঘোষ, শঙ্কর তালুকদার, দেবপ্রসাদ জানা, সুধাংশু রঞ্জন সাহা, অলক জানা, স্বাতী ভট্টাচার্য, ফটিক চৌধুরী, বিকাশ দাস(মুম্বাই), ভবানীপ্রসাদ দাসগুপ্ত
গল্প-(পর্ব-১)
সঞ্জীব দে, মঙ্গলপ্রসাদ মাইতি, অনন্ত কৃষ্ণ দে, বীথিকা পড়ুয়া মহাপাত্র, অমৃতা খেটো, কালীপদ চক্রবর্তী, অশোক রায়
কবিতা/ছড়া(পর্ব- ৩)
দেবাশিস মুখোপাধ্যায়, অজয় দেবনাথ, দীপক বেরা, কাজী সামসুল আলম, কবিতা ভট্টাচার্য, জয়ন্ত চট্টোপাধ্যায়, বনশ্রী রায় দাস, শেখ একে এম জাকারিয়া, দীপক বড়ুয়া, প্রদীপ কুমার রায়, বিপ্লব গোস্বামী, কিশোর নাগ
কবিতা/ছড়া(পর্ব-৪)
জয়দেব মাইতি, শাহীন রায়হান, সীমন্ত মৈত্র, মায়া দে
সুমিত্র দত্ত রায়, নীলৎপল জানা, সুদীপ্ত আচার্য, খুকু ভূঞ্যা, বকুল জানা, বিশ্ব বন্দ্যোপাধ্যায়। পার্থ সারথি চক্রবর্তী, সঞ্জীব রাহা, রঞ্জন ভট্টাচার্য
গল্প(পর্ব-২)
শঙ্কর ব্রম্ভ, দেবাশীষ মুখোপাধ্যায়, মিতালী গায়েন, কবির কাঞ্চন
সুন্দর সম্পাদকীয়
উত্তরমুছুনশারদ শুভেচ্ছা।
সুন্দর সম্পাদকীয়। শুভেচ্ছা ও অভিনন্দন....
উত্তরমুছুনশুভেচ্ছা জানাই অঙ্কুরীশা ও তার সম্পাদককে। সবাইকে অভিনন্দন ।
উত্তরমুছুনসুচারু সম্পাদকীয়। অঙ্কুরীশার সম্পাদক সহ সকল কবি, লেখক ও পাঠকবর্গক কে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন! 🌹❤️🙏
উত্তরমুছুনঅসাধারণ একটি ওয়েবসংখ্যা। সম্পাদকের পরিশ্রম ও মনোযোগ প্রশংসার দাবি রাখে।
উত্তরমুছুনশুভেচ্ছা রইল। খুব সুন্দর উপস্থাপনা।
উত্তরমুছুন