স্বরূপ কুমার মাইতি
লাশ
এইমাত্র নিশ্চিত হওয়া গেল
কীর্তনের দল |
গায়ে হাত দেবেন না দাদা
দেখছেন না গা'টা কেমন তাপ হারিয়েছে,
দূর থেকে বরণ করে নিন
ইলেকট্রিক পাড়ায় |
পাশে দাঁড়াবেন না দাদা
না একদম নয় ,
দেখছেন না পেসমেকার টি'ও বিকল
মজুত বায়োউইপুনস
তফাৎ যাও তফাৎ যাও নইলে
দেখতে হবে পৃথিবীর যত এককোশী জীব
প্রাণ ভরে জল খেয়ে যাবে ,
জড়িয়েছো চুম্বনে যা
সে তো নই আমি,
আমার শোবার ঘর
আমার শরীরের মাপে
নিশ্ছিদ্র দেওয়াল ,
ছাদ থেকে ফসকে পড়া পা দু'টি আসলে
বিশ শতকের লাশ।
বয়স হলে এমনটাই হয়
বয়স হলে এমনটাই হয় ...
কি আশ্চর্য , শিশুর খাদ্য এ কোন ঘরে !
জরায়ুর এতো বড় স্পর্ধা ,
কেটে যাওয়া দীর্ঘ নি:সঙ্গতা |
দেখতে চায় শিশুটির অবাধ্য চোখ
সবুজ ঘাসের মাঠ , বস্তির ন্যাড়া মুখ পৃথিবীর এত রং,
সন্ধ্যা নেমে আসে ছত্রাকের ঘর,
সেখানে আলোও জ্বলে না
ফ্যানও ঘোরে না
শুধুই নিস্তব্ধতা ,শূন্য অক্সিজেন
অবাঞ্ছিত বীজ |
বয়স হলে এমনটাই হয় ...
ভারী মেঘ,
ঝোড়ো বৃষ্টি ,
দশ মাস পরেও প্রবেশ অনধিকার
ছুটে বেড়ানো পাখির চোখ
মরা মাছ থেকে নীল তিমি সর্বত্র |
মুখ
মুখের কাছে মুখটা এলেই
হয় যে মুখোমুখি,
বাস্তু ভিটে কমন যখন
মুখ গুলো দেয় উঁকি |
মুখ পুড়লেই স্বেচ্ছাবসর
ভাবছো কেমন তবে,
কোনটা আসল কোনটা নকল
মুখোশ খুললে পাবে |
অহংকারীর দম্ভ যখন
দায়সারা কাজ খোঁজে,
মুখটা চালায় কুটনীতি চাল
অলচিকি না-বোঝে |
মিটিং মিছিল কলম কাগজ
শান্ত্বনা দেয় মনে ,
উঠতে বসতে চর্চা চলে
বুঝলো জনে জনে |
গয়লা পাড়ার কুঁদুলি বৌ
রং টা ভালোই সাদা,
বনমোরগের স্বভাবসিদ্ধ
মুখটা পুড়লো দাদা ?
লজ্জা হয়
ভেজা বাতাসেও উড়ছে ধূলো
তোমার মেঘে চাই ...বৃষ্টি হোক্ ,
ভারী হয়ে ওঠে তোমার প্রশ্বাস
তোমার ঘ্রাণ,
শব্দ আলোর যুগলবন্দিতে
ঢেকে যায় তারারা দেহের রং মিশিয়ে,
দেশ টেনে আনো পাড়ায় পাড়ায়,
আঁতুড়ঘরে জন্ম নিক্
প্রতিবাদী ভ্রূণ,
পারলে এক আধটা নয়
কালো মেঘ রাশি দিয়ে ঢেকে দাও
ওদের নগ্নতা ,
যেন ধূলো মেশে মাটিতে
লজ্জা হয়।
ভাঙ্গন নাকি বিরতি...
তোমরা কি পারো না
রাতের ঘুমে একটু বিষ মিশিয়ে দিতে...
জোনাকির আলো দেখার শখ কিসের?
বরং স্বপ্নগুলোকে সাজিয়ে গুছিয়ে দেখো,
আর রাতের পাখি গোনো
বিদ্যুতের খুঁটিতে |
বাড়তে থাকা গোরুরগাড়ীর ঝাঁকুনি-
যেদিন লাল পাথরের মাটিতে শোভা পাবে
সেদিন কাঁসাই নদীও বলে উঠবে
শুশুকের আত্মত্যাগের গল্প |
আজকাল সে সব হয়েছে গুঁড়েবালি,
ব্যস্ততার চাদরে মোড়া নবাগতদের
কেউ বা ভূগছে জ্বরে উত্তাপে
কেউ বা হয়েছে ডুমুরের ফুল |
ভাঙ্গন নাকি বিরতি...
দেওয়ালের চুন গেছে খসে |
আপনার অপ্রকাশিত লেখা গদ্য ও পদ্য পাঠান
অভিমত জানান
bimalmondalpoet@gmail. com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন