।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—১।।
হৃদয়ের অনুভব
পুষ্প সাঁতরা
লোভ দ্বেষ হিংসা গ্রোথিত আঁধার ভুবন ভরা
আলোর দেবী এসো মা গো দূর হোক জ্বরা।
ছদ্মবেশী স্বার্থপরেরা আজ খুঁড়ছে প্রকৃতি
আলোর বেণু বাজাও তুমি হৃদয়ে দাও প্রীতি
মরমি আলোয় দূর করে দাও আঁধার ভরা বুকে
ফুলঝুরি আলোর ঝর্ণা ধারায় নামুক সৃজন সুখে।
আলো জ্বলুক গোপন কুঠরিতে হৃদয়ের অনুভব
বরণ ডালায় সাজিয়েছি আলোর উৎসব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন