।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৮।
রথযাত্রা
দুরন্ত বিজলীগতিময় জগতে পথ পারমিতা
গড়িয়ে চলেছে জীবন জগতের
ধূলিময় পথে যেন এক রথ
তার চাকায় জেগে ওঠে জঙ্গম বার্তা।
রথ মানে চলমান জীবনের স্রোত
বয়ে যায়, নদী ও সাগরে রাখে
আপন মহিমা, রথারূঢ় দেবতার
আশিসে জলেও জননী করেন বিরাজ।
'জলই জীবন' এই সত্যে বৃষ্টি নামে
ফসলের দিন সুখ সম্ভাবনায় উজ্জ্বল
গৃহবধূ কৃষকরমণী থেকে সর্বময়
মানুষের কণ্ঠে প্রণাম -- জয় জগন্নাথ!
রথের যাত্রাপথে অসংখ্য মানুষ
গতিতে মিলিত হতে হাতে রশি
দেবতার কালচক্রে দিয়ে টান
চাকার দাগে রাখে কর্মের প্রমাণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন