।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৭।।
দারু দেহে দেবতার দিশা
বিকাশ চন্দ
মহানিমের শরীরে জেগে কৃষ্ণবর্ণ বাকল
জড়ানো আশ্চর্য শঙ্খ চক্র প্রতীক বিষ্ণুর
হয়তো পূজিত হন বৃক্ষ পিতা শ্যাওলা শরীরে মন্দির যেমন
পাহারায় ধারে কাছে সাপের বসতি
সুউচ্চ শিখরে বজ্রপাতহীন সবুজ চারটি শাখা পাখপাখালি নেই
এমন বৃক্ষ আত্মায় সমাসীন জগতের নাথ
একই প্রজাতির গাছে আশ্চর্য রঙের বদল বাকলে
সেখানেও প্রতিভাত লাঙ্গল প্রতীক সাদা গাছের শরীরে
উন্মুক্ত আকাশে ডানা মেলে সাতটি শাখা
মাটির শরীর ছুঁয়ে গাছে কৃষক সোহাগ আত্মায় বলরাম
হলুদ বাকলে সমাদৃত একই মহানিম
পাঁচটি শাখা উড্ডীন মহাকাশ ধরেছে শাখায়
পদ্মের পাপড়ির প্রতীক জড়িয়ে অভিনন্দিতা
সোহাগের সুভদ্রা ও এভাবেই জড়িয়ে গাছের আত্মায়
আশ্চর্য সমাধি স্থল ছুঁয়ে লাল রঙের বাকলে
মহাজাগতিক মহানিম শরীরে ছড়িয়ে চারটি শাখা চতুর্দিকে
শঙ্খ চক্র গদার প্রতীক গাছের কাছেই নাগের সংসার
শ্রীসুদর্শন বাঁচিয়ে রাখেন বৃক্ষজননী নাকি যশোদা দৈবকী
সময় ছুঁয়ে নবকলেবরে অপেক্ষায় চার মহানিম উৎসর্গ সময়ে
দেবতা নির্মাণে আরও গাছ জন্ম প্রকৃতি বিতানে
কোথাও হাজারো গাছ নিধন শুধু রথের পথের নামে
বিস্ফারিত চোখে দেখেন ক্ষমতার কুশলী বৈভব
নীরবে জগৎ ছুঁয়ে যায় দারু দেহে দেবতার দিশা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন