লেবেল

বুধবার, ১০ জুলাই, ২০২৪

।। প্রতিদিন বিভাগ।। ।।জুলাই সংখ্যা।। ।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৯। নেওয়া দেওয়া - পরমেশ্বর গাইন।।Ankurisha।। E.Magazine। Bengali poem in literature।।

 




  ।। প্রতিদিন বিভাগ।। 

।জুলাই সংখ্যা।। 

।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৯।





নেওয়া দেওয়া

পরমেশ্বর গাইন

মাসির বাড়ির পথে অগণিত মন
পবিত্রতায় রথের অপেক্ষায়
দেব ভক্তির প্রত্যাশায়। 

আপন আলোয় আয়েশ মাখতে
শ্রদ্ধাঞ্জলী সু স্বাগতম বাকী বিশেষণ
সব ভক্তি মোড়া উপঢৌকন... 

চাঁদের বাম হাতের পূজো
মণষা'র নজরানা
দ্রৌপদীর বস্ত্র হরণ সেও জরিমানা। 

দেওয়া আর নেওয়া
দেবভূমি ছুঁয়ে মাটি ভীজে
ধর্ম দেশে বেঁচে আছে... 

পূণ্য সুখ সঞ্চয়
রথ যাত্রায়
ভক্তির উপোঢৌকনে যেন হয়

ভেবেছিল ভীরু দূর্বলতা 
বছর শেষের আষাঢ়ে
ছোঁয়া হলো না রথ মঙ্গল অমঙ্গলের ভীড়ে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন