শারদ অর্ঘ্য
মা আসছে — ৩০
বিপরীত বোল
স্মৃতি শেখর মিত্র
শিলাবতী নদী তীরে কাশের গুচ্ছ
গ্ৰামের পুকুরে শাপলা, শালুক,শ্বেতপদ্মের
উপরে ভ্রমরের গুঞ্জনে ও আনাগোনা শুরু
হলেই চিত্ত উদ্বেলিত হয়ে ওঠে, এবার
আশ্বিনের পদার্পণ হয়েছে বোধহয়। আমার
বাড়ির উঠানে শিউলি গাছটাও ফুলে ফুলে
সাদা হয়ে যায়।মা আসছেন। মায়ের আগমনীবার্তা গ্ৰামে গ্ৰামান্তরে ছড়িয়ে পড়ে এইসব নানান
ফুলের সৌরভে।গ্ৰামের ছেলে ছোকরার দল
প্রস্তুতি নেয় কোন পালা নামাবে এবার।
পূজার কটা দিনে সাজ সাজ রব পড়ে যায়।
ছাড়া ছাড়া ভাব নিয়ে পূজা হয় না। এখন
সরকারী অনুদান চাই।সরকারী অনুদানে
অভ্যস্ত এখন প্রতিটি পূজা প্যান্ডেল। এছাড়াও
বাড়ি বাড়ি চাঁদা তো আছেই। " তোমরা সব আনন্দ
উৎসব করো ।"
যদিও সেই সম্প্রীতির যুগ আর নেই।
ঢাকে ঢাকে বেজে ওঠে বিপরীত বোলের
বাজনা নামো পাড়া উপর পাড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন