লেবেল

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে-৩১।।আগমনী গল্প- অরিন্দম চট্টোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




শারদ অর্ঘ্য 

মা আসছে-৩১



আগমনী গল্প

অরিন্দম চট্টোপাধ্যায় 



একদিন এখানে শিউলি ভূমির

মতো বিচরণ করতো নীল মেঘ

আজ সব মমির ভেতরের মতো

অন্তর্গত দুঃখ সন্ধ্যা বিছিয়ে

অনন্য মনোভূমি হয়ে আছে পৃথিবীতে 


তবুও চারিদিকে ছড়িয়ে আগমনী গল্প

হাসনুহানা সুবাস সন্ধ্যারাত

রাত্রির আকাশ জুড়ে উত্তরফাল্গুনী

অভ্রকুচির মতো নক্ষত্র আলো

হীরের মতো ছড়িয়ে পড়া প্রত্যুষ

ঘাসের ডগায় লেগে থাকা হিম শিশির

দৃশ্যের ভেতর খেলা করে এখনও আনন্দরাগ



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন