লেবেল

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে—৩২।।উৎসব — অশোক ব্যানার্জী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



শারদ অর্ঘ্য 

মা আসছে—৩২





উৎসব

অশোক ব্যানার্জী


 দূর্নীতিতে ভরে গেছে সারাটা দেশ 

পথে ধর্নায় বসে আছে চাকরি প্রার্থীরা

যারা বঞ্চিত,অবহেলিত, লাঞ্ছিত

কবে হবে তাদের যন্ত্রনার শেষ

আজও জানেনা তারা,

তবু মা আসছেন শেষমেশ !


চারদিকে শুধু ক্ষমতার আস্ফালন

মিথ্যার বেসাতি,কাদা ছোড়াছুড়ি !

ক্ষুধার্ত পথ শিশুরা খিদের জ্বালায়

কেঁদে কেঁদে ওঠে বারবার

তবু একটি বছর পরে আবার

মায়ের আগমন !


যে দেশে মধ্যবিত্তদের ওষ্ঠাগত প্রাণ

যে দেশে মুষ্টিমেয় পুঁজিপতিরাই শুধু

সুযোগ সুবিধা পায়

যে দেশে মহিলাদের সম্মান

আজও মাটিতে গড়াগড়ি যায়

সেই দেশে আজও মা আসতে চান !


বড় বিষ্ময় নিয়ে ভাবি আমি আজ

তুমি যেগো মা মহা রণরঙ্গিনী

বিপদ কালে তোমাকে স্মরণ করি

শেষ সম্বল তুমি আছো ভেবে তাই,

তুমি তো মা প্রতি বছরই আসো

তবু কেন আজও এতো অনৈতিক কাজ !


যারা আজও দারিদ্র সীমার নীচে

আধ পেটা খেয়ে থাকে সারাদিন

কখোনোও বা তাদের আহার জোটেনা রোজ

তারা বুভুক্ষু, তারা অসহায় তবু

কবেই বা তুমি রেখেছ তাদের খোঁজ? 

তবেতো মাগো তোমার আসাটা মিছে !


মাগো তুমি আজ আমাদের সংস্কৃতি

মিলে মিশে গেছো আমাদের মজ্জায়

তোমার আসাতে সুরাহা হয় না কিছু

তবু তুমি আসো মাতৃ পরিচয়ে

বছর বছর তোমার আবির্ভাব

এটাই বুঝি এখন একটা রীতি ।


তবু জানি মাগো তোমার আসাটা উৎসব!

তুমি আস তাই শত প্রতিকূলতার মাঝেও

বছরের এই চারটে দিন ধরে

সব ভুলে গিয়ে আনন্দে মাতি সবাই

ভেদাভেদ সব ভুলে যাই কটা দিন

মনে প্রাণে করি উৎসব অনুভব ।








1 টি মন্তব্য: