শারদ অর্ঘ্য
মা আসছে —২৯
ওই বুঝি মা আসে
মলয় সরকার
শরতের আকাশে
ছোট ছোট মেঘ ভাসে,
কোনোটা কাজল কালো
কোনোটা বা ফ্যাকাশে।
দেখে ঠিক বুঝে যাই-
আর তো সময় নাই-
ওই বুঝি মা আসে।
শরতের শিউলি
ঝরে পড়ে কাক ভোরে,
কখনও মাটিতে শোয়-
কখনও হাওয়ায় ওড়ে।
গন্ধ ছড়ায় সে
আকাশে বাতাসে,
তখনই বুঝতে পারি
ওই বুঝি মা আসে।
মাঠে ঘাটে জলাতে
চারিদিক আলো করে,
হাসিতে খুশীতে ভরে
মাতে খুব খেলাতে,
গোছা গোছা চামরে
কাকে যে বাতাস করে
ঝাঁকে ঝাঁকে সে কাশে,
তখনই যে বুঝে যাই-
আর তো সময় নাই,
আলোর পাল্কী চড়ে
ওই বুঝি মা আসে।
ছুটি ছুটি মনটা,
ইস্কুলে পড়া শোনা
গুটানোর ঘন্টা,
মন যেন ছুটি চায়
কোথা যেন উড়ে যায়-
সোনার রোদের সাথে
কত খেলা মনে আসে।
বুঝি আমি এইবার
মোটে দেরী নাই আর,
ঢাকের বাদ্যি তাই
বোল তোলে চারিপাশে।
ছেলেমেয়ে সব নিয়ে
কদিন বাপের বাড়ি
নিশ্চয় মা আসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন