শারদ অর্ঘ্য
মা আসছে —২৮
স্মৃতিকথা
নীলোৎপল জানা
দেখতে দেখতে প্রায় কুটি বছর কাটিয়ে দিল সে আমার সাথে।
মনে করতে চাই না সেই দিনটিকে তবুও
একদিন কলেজ থেকে বেরিয়ে বাস ধরব বলে স্ট্যান্ডে
খবর পেলাম বাস বন্ধ,রাত দশটার আগে চলবে না।
বামদিকে ফিরতেই দেখি পরিচিত মুখ কিন্তু নাম জানিনা--
আমি একটু এগিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে?
কাঁপা কাঁপা স্বরে বলেছিল বকুল তলা।
অথচ আমি যাবো নন্দকুমার!
সেদিনের মতো এত অসহায় আমার আর লাগেনি কখনো
একটি রিক্সায় উঠলাম দুজন,এই প্রথম কোনো মেয়ে সহপাঠীর সঙ্গে অনেক কথা হল
ঘন্টা খানেক বাদে গন্তব্যে কিন্তু সামান্য সময়ের বন্ধুত্ব আজও অটুট।
"আমরা দু'জনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে
মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে॥
পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে
বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে--
ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচি।
কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছ আমি আছি।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন