লেবেল

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে —২৭।।বিশ্বজননী— জয়শ্রী সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





শারদ অর্ঘ্য 

মা আসছে —২৭



 বিশ্বজননী

জয়শ্রী সরকার

বিশ্বজননী কথা নয় শুধু অবর্ণনীয় শব্দ এক
কর্ণকুহরে সুধা-অমৃত হৃদয় মাঝেতে বাদ্য এক।
শরতের সোনা রোদ্দুর মেখে বিশ্বজননী আসে
দুই বাংলারই আপামর লোক হাসি-আনন্দে ভাসে !

দুধসাদা ওই কাশের বনে শরৎরানি হাসে
আকাশ মাঝে নীলপরিরা সুখসায়রে ভাসে।
মৃণ্ময়ী মা বিশ্বজননী --- চিন্ময়ী মা ঘরে ঘরে
দুঃখ-সুখের অশ্রু-সাজিতে অঞ্জলি দেয় প্রাণ ভরে !

মা হওয়া মানে দেহসুখ নয়, মা হওয়া হ'লো আবাহন
মা হওয়া মানে শুধু ত্যাগ নয়, মা হওয়া হ'লো বড় মন।
মায়েরাই পারে সব ছেড়ে দিতে সন্তান শুভকামনায়
মায়েরাই পারে সব সয়ে নিতে আত্মজ সুখবাসনায় !

মা হওয়া মানে অনুভব শুধু, মা হওয়া হ'লো অন্নদা
মা হওয়া মানে আত্মজধন, মা হওয়া হ'লো বরদা।
মায়েরাই জানে মালা গেঁথে দিতে দুঃখ-সুখের কুঁড়ি নিয়ে
মায়েরাই জানে সব মেনে নিতে ভালোমন্দের সিঁড়ি দিয়ে!

মা হওয়া মানে প্রত্যয়ী মন, ত্যাগের মাঝেই টিকে থাকা
মা হওয়া মানে সর্বংসহা চলতে চলতে ফিরে দেখা।
মায়ের আসার বার্তা পেয়ে শিউলি-টগর সবাই ফোটে
আনন্দেতে আমবাঙালি ফুল্ল হয়ে সদাই ওঠে !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন