শারদ অর্ঘ্য
মা আসছে —২৩
মা আসছেন
মলয় কুমার মাঝি
আচ্ছা মা তুমি বলতো গত বছর সেই যে গেলে
তারপর কোন খোঁজ নাই!যাবার আগে কত-কথা বললে তোরা ভালো থাকিস,সুখ-শান্তিতে থাকিস!তোরা আমার সন্তান।
দেখতে-দেখতে কত বছর-কাল-যুগ পার হয়ে গেলো;
নীলাকাশের কোলে সাদা মেঘ ভাসে,হিমের হাওয়াই, সবুজ ঘেরা মাঠের পাড়ে,কাশ বন যৌবনে উঠে ভরে,
হদুল গায়ে সাদা শাড়ির ভাঁজে নাঁচ দোয়ারে এক দুষ্টু-
হাসির রমনী,
অপূর্ব সুগন্ধে ভরিয়ে তোলে শিশুদের শিশিরে ভেজা মন-মা আসছে,
হঠাৎ যখন বাতাসে বারুদের টাটক গন্ধ হৈ-চৈ
মাটির বুকে রক্তের স্রোত,চাষির ঝুলন্ত দেহ,অলিতে- গলিতে কুকুরের কান্না ভেসে আসে,দিন-দরিদ্র সংসারের অভাব, এক মা আসছেন বাপের বাড়ি আর
এক মা স্নিগ্ধ অশ্রু বিসর্জনে শিশুর মন ভোলায়,
নব পল্লবের নব প্রতিশ্রুতি মা ফিরে যাবে আবার ভুলেও যাবে,এই ভাবেই চলে যাবে,চলে যাবো তুমিও-আমিও কালের স্রোতে,তখনও মা আসবেন হাসি মুখে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন