শারদ অর্ঘ্য
মা আসছে—২২
আলোর বেণু বাজে
দীনেশ সরকার
মা আসছে তাই বাদল মেঘ যে নিয়েছে আজ ছুটি
নীল আকাশে লক্ষ তারা উঠেছে ওই ফুটি ।
আকাশ বাতাস মুখরিত আলোর বেনু বাজে
উড়ু-উড়ু মন যে সবার বসে না আর কাজে ।
উদাস বাউল আগমনি গানের সুরে সুরে
মায়ের আগমনের বার্তা জানায় ঘুরে ঘুরে ।
আসছে মা যে গজে চেপে এবার বাপের বাড়ি
শস্যভরা বসুন্ধরা কৃপা হ'লে তারই ।
ঢ্যাম-কুড়া-কুড় ঢাকের বাদ্যি পুজোর গন্ধ আসে
শারদ প্রাতে মায়ের পুজো পুলকে সব ভাসে ।
চিন্ময়ী মা'র মৃণ্ময়ী রূপ দেখবো দু'চোখ ভ'রে
খুশির স্রোতে ভাসবো সবাই এবার মায়ের বরে ।
দু'টো বছর কেটেছে যে মনে ব্যথা নিয়ে
হাত-পা সবার ছিল বাঁধা বিধি-নিষেধ দিয়ে ।
সে দুঃসময় আর যেন না ফিরে মাগো আসে
তোমার আশিস্ যেন মাগো সকল বিঘ্ন নাশে ।
এবার পুজোয় করবো মজা মায়ের কৃপা হ'লে
আনন্দেতে মাতবো সবাই ঘুরবো সদলবলে ।
আলোর রোশনাই মন্ডপেতে পড়বে কাঠি ঢাকে
ছোটবড় সবাই মিলে দেখবো দুর্গামাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন