লেবেল

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

শারদ অর্ঘ্য।। মা আসছে—২২।।আলোর বেণু বাজে— দীনেশ সরকার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





শারদ অর্ঘ্য 

মা আসছে—২২



আলোর বেণু বাজে

দীনেশ সরকার


মা আসছে তাই বাদল মেঘ যে নিয়েছে আজ ছুটি
নীল আকাশে লক্ষ তারা উঠেছে ওই ফুটি ।
আকাশ বাতাস মুখরিত আলোর বেনু বাজে
উড়ু-উড়ু মন যে সবার বসে না আর কাজে ।

উদাস বাউল আগমনি গানের সুরে সুরে
মায়ের আগমনের বার্তা জানায় ঘুরে ঘুরে ।
আসছে মা যে গজে চেপে এবার বাপের বাড়ি
শস্যভরা বসুন্ধরা কৃপা হ'লে তারই ।

ঢ্যাম-কুড়া-কুড় ঢাকের বাদ্যি পুজোর গন্ধ আসে
শারদ প্রাতে মায়ের পুজো পুলকে সব ভাসে ।
চিন্ময়ী মা'র মৃণ্ময়ী রূপ দেখবো দু'চোখ ভ'রে
খুশির স্রোতে ভাসবো সবাই এবার মায়ের বরে ।

দু'টো বছর কেটেছে যে মনে ব্যথা নিয়ে
হাত-পা সবার ছিল বাঁধা বিধি-নিষেধ দিয়ে ।
সে দুঃসময় আর যেন না ফিরে মাগো আসে
তোমার আশিস্‌ যেন মাগো সকল বিঘ্ন নাশে ।

এবার পুজোয় করবো মজা মায়ের কৃপা হ'লে
আনন্দেতে মাতবো সবাই ঘুরবো সদলবলে  ।
আলোর রোশনাই মন্ডপেতে পড়বে কাঠি ঢাকে
ছোটবড় সবাই মিলে দেখবো দুর্গামাকে ।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন