শারদ অর্ঘ্য
মা আসছে—২১
শরৎ চিত্র
রবীন বসু
এই যে শরৎ সকাল
উৎসব আর কাশের দোলা লাগছে
মৃন্ময় পৃথিবীর হৃদপাঁজরে
কম্পনে কম্পনে জেগে উঠছে ঢেউ
আনন্দলহরি…
বৃক্ষরা নিশ্চুপ দাঁড়িয়ে
পাতার মর্মরে ছেদনের দীর্ঘশ্বাস।
আবিশ্ব উষ্ণ হচ্ছে
মানুষ ক্রমশ শিথিল
স্বপ্নহীন অভাবদীর্ণ আঙিনায়
শিউলি পড়ে আছে তবু।
তার শুভ্র হাসি, কেন ফুটছে না
ফুটপাতে বসে থাকা ওই শিশুর মুখে!
আন্তরিক ধন্যবাদ আর অভিনন্দন জানাই। সুন্দর পোস্টার।
উত্তরমুছুনরবীন বসু