অণুগল্পের আড্ডা —১৪
বন্ধু
রবীন বসু
ক ও খ ঘনিষ্ঠ বন্ধু। এক পাড়াতেই থাকে। সকালে দু'জনেই পার্কে হাঁটতে যায়। সেদিন হাঁটার পর খ হঠাৎ থপাস করে পার্কের সিমেন্টের বেঞ্চ বসে পড়ে। তাকে খুব হতাশ লাগছিল। কারণ জিজ্ঞেস করতে জানায়, বিপদে পড়েছে কিছু টাকার খুব দরকার। বন্ধু ক জানতে চায়, ''কত?"
খ উত্তর দেয়, "কুড়ি হাজার। এক সপ্তাহ পরে শোধ দিয়ে দেব।"
পরদিন ক একটা একটা চেক এনে বন্ধু খ এর হাতে দিল।
এক সপ্তাহ পার হয়ে দু' মাস হয়ে গেল। তারপর ছ' মাস পার হল। ক টাকা চাইতে খ আকাশ থেকে পড়ল। "কী বলছিস তুই? আমি টাকা নিয়েছি? এই দ্যাখ্, আমার অ্যাকাউন্টে এখনও সতেরো লাখ টাকা আছে। দু'টো এফডি। আমি কেন টাকা নেব! তোর স্মৃতিশক্তি যাচ্ছে। ডাক্তার দেখা।"
হ্যাঁ, ক-কে এরপর সত্যি একদিন অ্যাসাইলামে ভর্তি করতে হল।
ভালো লাগলো
উত্তরমুছুন