অণুগল্পের আড্ডা -১৫
পরিচিতি
জয়ন্ত চট্টোপাধ্যায়
বৃদ্ধ ভদ্রলোকের প্রশ্নের উত্তরে রিন্টু বলে, বাসের আধঘন্টা দেরি আছে।
আমিও মোহনপুর যাবো।
আশ্বস্ত মুখে তিনি বলেন,তুমি কি ওখানেই থাকো?
-- আমি বি টেক,নয়ডাতে চাকরি করি,আজ বাড়ি ফিরছি।আপনি কাদের বাড়ি
যাবেন?
-- বিমল আদকের বাড়ি।উনি আমার মামা।
-- বিমলদাদু মারা গ্যাছেন।
-- মারা গ্যাছেন? সে কি ? কবে?
-- সে-তো অনেক বছর আগে।আমার দাদু অজিত পাত্র আর বিমলদাদু
ঘনিষ্ঠ বন্ধু।
-- দাদু অজিত পাত্র? তাহলে তোমার মায়ের নাম কি কমলা?
-- হ্যাঁ।আপনি চেনেন?
এবার বৃদ্ধের চোখে উজ্জ্বল আলো। -- তোমার মা আর আমি একই ক্লাসে
পড়তাম। আমি তোমার মায়ের সঙ্গেই ...মানে তার সঙ্গেও দেখা করবো।
-- আপনি... আপনিই কি নিত্যানন্দ মামা? যিনি হঠাৎ উধাও হয়ে যান?
ভদ্রলোকের মুখে এক অদ্ভুত রঙের মিশেল।
খুব ভালো লাগলো। ছোট্ট গল্প হলেও সুন্দর উপস্থাপন।
উত্তরমুছুনআন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।
উত্তরমুছুন