লেবেল

মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা —১৩।। বাসা — তামস চক্রবর্ত্তী।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অণুগল্পের আড্ডা —১৩



বাসা

তামস চক্রবর্ত্তী


 

উত্তরের পেয়ারা গাছটার দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠলো রাত্রির। বাসাটা নেই। পেয়ারা ডালে সুন্দর একটা বাসা বানিয়ে ছিল দুটো চড়াই পাখি। কতদিন খোলা জানালার পাশে দাঁড়িয়ে ওদের বাসা বানানো দেখেছে সে। চঞ্চুত এক টুকরো কুটো নিয়ে কতদূর থেকে উড়ে আসতো ওরা। বাসা বানাতো দুজনে। অদ্ভুত একটা ভালো লাগা ছিলো ওদের চঞ্চলতায়।  সকাল সন্ধ্যায় ওরা বাসায় বসে ডাকা ডাকি করতো। বেশ লাগতো ওদের ডাক। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। রাত্রি গাছের গোড়ার দিকে তাকিয়ে বুঝতে পারে , এ ও এক নিষ্ঠুরতা। কেউ তাদের বাসাটা ভেঙে দিয়ে গেছে। বুকটা শূণ্যতায় কেঁদে ওঠে। কোথাও যেন মিল খুঁজে পায় নিজের সঙ্গে। মনের কোণায় এক টুকরো যন্ত্রণা মোচড় দিয়ে ওঠে। পাখি দুটো অসহায় চোখে ডালটার দিকে তাকায়।  নিশ্চুপ বসে থাকে।  হয়তো আবার নতুন ঘর বাঁধবে ওরা। কে জানে । অজান্তেই রাত্রির বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।। 











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন