অণুগল্পের আড্ডা -১২
ব্যাগ রহস্য
মানস মণ্ডল
দীর্ঘমেয়াদী একটা যুদ্ধ শেষ। এখন ব্যাগ গোছানোর পালা। সেই ফাঁকে বলে নেওয়া যাক অলিভিয়া আর অরিত্রের কথা। কথা তো একটাই সে হল যুদ্ধ। বলা যেতে পারে ফুলশয্যার রাত থেকেই যার শুরু আছে কিন্তু শেষ নেই। কেউ পূর্ব তো অন্যজন পশ্চিম, কেউ পাহাড় তো ও-দিক সমুদ্র, ইত্যাদি ইত্যাদি। এই ভাবে চলতে চলতে আশ্চর্যজনক ভাবে দশদিনের ছুটি কাটাতে দু'টিতে মিলে চললেন উটিতে। উটি তো পাহাড়, তাহলে কি সমুদ্র হার মানলো? হ্যাঁ অলিভিয়া একটু পিছিয়ে শ্বেতপতাকা উড়িয়েছে। ব্যাগট্যাগ গোছানো শেষ করে অলিভিয়া একটা ব্যাগ নিয়ে অরিত্রকে বলল,"-এটা ভাল করে চাবি বন্ধ কর রাখতে হবে বাড়িতে।" "-কেন. কেন? এটাতে কী আছে?" অলিভিয়া একটু রহস্যময় হাসি দিয়ে বলে, "- এটাতে ঠেসে ঠেসে ভরেছি, রাগ-অভিমান, ঝগড়া-ঝাঁটি, মতান্তর, আর মারাত্বক জিদগুলোকে। এই দশদিনের জন্য চাবি বন্ধ করে এখানে রেখে যাব।" অরিত্র কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকল, তারপর অলিভিয়ার ঘাম চকচক কপালে চকাস করে একটা চুমু খেয়ে বলল, "-তুমি যে এত সুন্দর, কই আগে বলোনি তো?"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন