লেবেল

রবিবার, ১০ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -১১ ।। প্রক্সি — সমাজ বসু।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অণুগল্পের আড্ডা -১১



প্রক্সি

সমাজ বসু

--- সেই যে দেড় বছর আগে দুর্ঘটনার কবলে পড়লি,তারপর শুধু ফোনেই কথা হয়েছে। কবে যে তোর সঙ্গে দেখা হবে জানি না।
--- তুমি চিন্তা করো না বাবা। আমি অনেকটা ভালো হয়ে গেছি। এইবার দেখা হবে।
--- আমার শরীর একদম ভালো নেই। মনে হচ্ছে আর বেশিদিন নেই।

পরিতোষবাবু গতকাল রাতে মারা গেছেন।  দুর্ঘটনায় একমাত্র ছেলের মৃত্যুর পর দেড় বছর যাবৎ তাঁর ছেলের বন্ধু সমিধই  ছেলের প্রক্সি দিয়ে এসেছে। অশীতিপর মানুষটার পক্ষে এই দুঃসংবাদ মেনে নেওয়া খুব কঠিন ছিল। তাই বাড়ির সবার মতানুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিবেকের ডাকে শেষকৃত্যে প্রক্সি দিতে সমিধ আজ ছুটে আসছে সুদূর মুর্শিদাবাদ থেকে।







1 টি মন্তব্য: