লেবেল

শনিবার, ৯ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -১০ ।। সময় থাকতে সাবধান হও! — গোবিন্দ মোদক।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অণুগল্পের আড্ডা -১০


সময় থাকতে সাবধান হও!

গোবিন্দ মোদক


সনাতন জাতিতে ছুতোর। সে চায় তার ছেলে সাধনও কাঠের কাজ শিখে সংসারের হাল খানিকটা ধরুক। কিন্তু সাধন কিছুতেই কাঠের কাজ করতে চায় না। বরং সে কাঠ দিয়ে নানারকম উদ্ভট জিনিস তৈরি করে ফেলে।একদিন একটি কাঠের টুকরো দিয়ে সাধন একটি ছোট্ট কৃষ্ণমূর্তি তৈরি করে ফেলল এবং সেটি এতো সুন্দর হল যে তাদের এক প্রতিবেশী সেটির ছবি ফেসবুকে বিবরণসহ পোস্ট করল। তারপর তো লাইক, কমেন্ট, শেয়ারের ছড়াছড়ি। 

ঘটনার সমস্তটা শোনার পর সনাতন সব বুঝলো। সাধনকে বললো – বাবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু পেট ভরে না! পেট ভরে আমি কাঠের কাজ করে যেটা রোজগার করে আনি সেটা দিয়ে। সুতরাং সময় থাকতে সাবধান হও!










1 টি মন্তব্য:

  1. পেটের জ্বালা বড় জ্বালা🥸
    একদম বাস্তব একটি গল্প শুনিয়েছেন লেখক👍

    উত্তরমুছুন