লেবেল

রবিবার, ১৭ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -১৮ ।। ফাঁড়া - অমিত কাশ‍্যপ।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




 অণুগল্পের আড্ডা -১৮


ফাঁড়া

অমিত কাশ‍্যপ


রবিবারের সকাল। রাস্তা ফাঁকা। হালকা শীত। আমতলা যাচ্ছি। টাটা সুমো। বারোজন। অনুষ্ঠান, সঙ্গে খাওয়ার ব‍্যবস্থা। তারাতলা পেরিয়ে চৌরাস্তা আসতেই দূরে এক ট্রাফিক গার্ড হাত দেখালেন। গাড়ি সাইড হল।

--কোথায় যাচ্ছেন?

--আমতলা।

--কাগজ দেখি? ড্রাইভারের দিকে তাকিয়ে।

ড্রাইভার এদিক ওদিক খুঁজতে থাকল।অবস্থা বেগতিক দেখে ট্রাফিক গার্ড সার্জেন্টকে ডেকে বললেন, স‍্যার, গাড়ির কোনো কাগজ নেই, যাচ্ছে আমতলা।আমরা এ ওর মুখে তাকাচ্ছি। আমি নেমে কিছু একটা বোঝাতে সার্জেন্ট বললেন, মনে হচ্ছে ড্রাইভারের লাইসেন্সই নেই। আপনারা নেমে অন্য ব‍্যবস্থা করুন।

আমি সাংবাদিকতার পরিচয় দিয়েও কোনো লাভ হল না।কিছু পর হঠাৎ দেখি সার্জেন্ট আমায় ডাকচ্ছেন কাছে যেতেই বললেন, দাদা, আমি অনিমেষ, চিনতে পারলেন না, কিছুদিন আমি তো ওই হাউসে কাজ করেছি।দাদা, গাড়ি আমি ছেড়ে দিচ্ছি, বড়রাস্তা ধরে যাবেন না, পুলিশ আবার ধরবে। ফেঁসে যাবেন।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন