লেবেল

শনিবার, ১৬ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -১৭ ।। হরির বুদ্ধি — সেক আব্দুল মোক্তার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অণুগল্পের আড্ডা -১৭


হরির বুদ্ধি

সেক আব্দুল মোক্তার

সকালবেলা দোকান খুলেই বিশাল চিন্তায় বিরাট রায়। ভাবছে, বিশ্বাস করতে নেই কর্মচারিকে। এতগুলো জুতো উল্টোপাল্টা দামে দিয়ে দিল খদ্দেরকে? বুদ্ধি হবে কবে?
ভাবতে ভাবতে নজরে পড়ল হরি আসছে। চেহারায় খুশি খুশি ভাব। সঙ্গে সঙ্গে তেলেবেগুনে বিরাট বলল - রাতে ঘন্টা খানেক দোকানের দায়িত্ব দিয়েছি, তাতেই এতবড় সর্বনাশ !
- কেন? এতগুলো খদ্দের ধরেছি যে !
- নামমাত্র পয়সায় মাল দিয়ে অচেনা খদ্দের ধরেছিস?
- সব টাকাই পেয়ে যাবে। সবাই এল বলে।
- তোর জ্যাঠা খুড়ো না কি?
- মাল প্যাকিং এর সময় সব একই পায়ের দিয়েছি। আসতে বাধ্য।
বিরাট হাঁ হয়ে তাকিয়ে রইল ওর দিকে...







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন