লেবেল

শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা —১৬।। প্রেম — অভিজিৎ মুখোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অণুগল্পের আড্ডা —১৬



প্রেম

অভিজিৎ মুখোপাধ্যায় 


         মেয়েটি শেষ পর্যন্ত ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। ছেলের বাড়ি থেকে মেয়েটিকে দেখতে আসায় অভিভাবকেরা মেয়ের মুখেই সেদিন জানতে পেরেছিল তাঁদের মেয়ে নাকি তাঁর নিজস্ব পছন্দ করা একটি ছেলেকে ভালোবাসে। বিয়ে করলে তাঁকেই করবে। নচেৎ কাউকেই নয়। বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা তীব্র গালমন্দ করার ফলে এই পরিণতি।  

         প্রেমিক ছেলেটি বিয়ের জন্যে প্রস্তুত ছিল না। সে বেকার,বেরোজগেরে।মেয়েটিকে সে অনেকবার বুঝিয়েছিল। লোকমুখে সেদিন মেয়েটির মৃত্যুর খবর শুনে বেরোজগেরে প্রেমিক ছেলেটি দিগ্বিদিক জ্ঞানশূন্য পাগলের ন্যায় ছুটে গিয়েছিল মেয়ের বাড়ি। হাতে ছিল ঠাকুরের আসন থেকে তুলে আনা সিঁদুরের কৌটো আর এক ছড়া বেলী ফুলের মালা।      

      বাড়ির লোকেরা সেই দৃশ্য সন্দর্শনে অভিভূত। সেই মূহুর্তে তাঁকে বাঁধা দেয় কার সাধ্য! মেয়েটি মৃত্যুর বিনিময়ে প্রমাণ করে দিয়েছিল প্রেমের শাশ্বত মহিমা। 







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন