লেবেল

সোমবার, ১৮ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -১৯।। তপনজ্যোতি মাজি।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





অণুগল্পের আড্ডা -১৯

তপনজ্যোতি মাজি



১.

হাউস কিপিং

বৃষ্টিলেখার ওষ্ঠে এক দশক আগের প্রথম চুম্বনের স্বাদ এখনও খুঁজে পায় নিরুপম। এক দশকের সংসারের সর্বত্র বৃষ্টিলেখার হাতের স্পর্শ ও রুচিবোধ।পাল্টে যাওয়া নিজেকে আয়নায় দেখছিল নিরুপম।বৃষ্টিলেখা পাশের ঘরে। গান থেকে গানে। টেবিল রেডি করে গান নিয়ে বসেছে। তন্ময় সমর্পণ।

আজ জানালা দরজার পর্দা পাল্টেছে বৃষ্টিলেখা।নিখুঁত ও নিটোল পারিপাট্য। হারমোনিয়াম কভারে ঢেকে, ডাইনিং এ এলো বৃষ্টিলেখা। বড় আলো নিভিয়ে রঙিন মোম জ্বাললো। স্লিভলেস ঘুমফ্রক বাহুসন্ধিতে রচনা করেছে আশ্চর্য কুহক।মনস্ক বৃষ্টিলেখা জানে হাউসকিপিং ও সেল্ফকিপিং একে অপরের পরিপূরক। নিরপম তখনও খুঁজছে অমৃতের স্বাদ অন্যমনে।



২.

 অ্যানিভার্সারি কেক


সকাল থেকে গমকে গমকে বৃষ্টি। মধ্যবর্তী বিরতিতে রোদের ঝিলিক। সুর আসছে। গুন গুন। গত রাতে

তৈরি করা গোলাপবর্ণ কেকটা একবার পরখ করে নিল ভার্গবী। সুন্দর।মনে আজ সুপবন। দেখতে দেখতে অনেকগুলো আষাঢ় পার হয়ে এলো ওরা। অনিরুদ্ধের বউ হয়ে যখন এসেছিল, তখন সে ছিল টিনেজার।আজ ওরা সার্থক দম্পতি।দ্রুত হাতে গুছিয়ে নিল তিনটে শোয়ার ঘর, লিভিংকাম ডাইনিং স্পেস এমনকি কিচেন কাউন্টার। আজ ওর প্ল্যানিং সম্মন্ধে কিছুই জানায়নি ব্যস্ত অনিরুদ্ধকে। সুর ফিরে ফিরে আসছে। বিদ্যুৎ খেলে গেল মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশে। কেক,ফুল, চকোলেট,প্রিয় ব্র্যান্ডের ডিও'র সঙ্গে গান দিয়ে ভরিয়ে দেবে তাদের দাম্পত্যের অ্যানিভর্সারি।সঙ্গে সঙ্গে প্যাড ও পেন নিয়ে বসে পড়ল নির্বাচিত পাঁচটি গানের লিস্ট করতে। স্মরণীয় দিনকে বর্নময় করে তোলা ভার্গবীর সাংস্কৃতিক মননের অংশ।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন