লেবেল

বুধবার, ২০ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -২৩ ।। বসন্ত এসে গেছে —হীরক বন্দ্যোপাধ্যায়।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।







অণুগল্পের আড্ডা -২৩


বসন্ত এসে গেছে
হীরক বন্দ্যোপাধ্যায়


না,তার ভাল্লাগছে না।মিতুর একদম ভাল্লাগছে না।
তার আশপাশে ঘুরে বেড়াচ্ছে একটা হিংসুটে বাঘ।
বাঘ নাকি বাইসন।শিকার পাহারা দিচ্ছে।
আর কী আশ্চর্য শিকার ও অপেক্ষা করে আছে তার বাঘের জন্য।মাঝে মাঝে ঝুরো স্বপ্নের মধ্যে মিতু
আনমনে বলে ,খিদে নেই?খিদে নেই তোমার ?
কতদিন বসে থাকবে এভাবে ?
___ ও,খুব লম্বা তো ?
হ্যাঁ, হ্যাঁ খুব লম্বা।
___  উনি আজ আসেননি। রোজ আসেন না ।
___ ওঁর নামটা জানতে পারি ?
___ঋতম রায়

ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে যেন কোথাও
ধরা যাচ্ছে না তো কিছুতেই।

___ ওই ক্রাইসিস টা তো আমারো হচ্ছে।
___ আপনারও হচ্ছে, অবাক কান্ডতো! 

তবু গোলমাল একটা হচ্ছে।শুধু মিতু কি টের পায় ,ঋতম পায়না ...
আদিমকালে কোনও এক ঋষি পুরুষ
মনে করেছিলেন প্রত্যেক পুরুষের জন্য চাই একজন
নিজস্ব নারী।....

___তার মানে?
___ আমি এক্সপ্লেইন করার মুডে নেই।তুমি যাও
ভিতরে গিয়ে বসো।একটা সারপ্রাইজ আছে।
...বসন্ত এসে গেছে ... 








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন