লেবেল

বুধবার, ২০ জুলাই, ২০২২

শুধু অণুগল্পে... অণুগল্পের আড্ডা -২২।। উপলব্ধি — জয়শ্রী সরকার।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।








অণুগল্পের আড্ডা -২২


উপলব্ধি
জয়শ্রী সরকার

সুজয়ের টাই ঠিক করতে করতে অন্বেষা বললো, " অফিস থেকে ফেরার পথে রবীন্দ্রনাথের " শেষের কবিতা " উপন্যাসটা এনো তো। পেলে অবশ্যই আনবো বলে বেরিয়ে গেল সুজয়। 

নিঃসন্তান অন্বেষা নিজেকে নিয়ে অনেক কাটাছেঁড়া করলো। ' নিজের কথাই ভেবেছি।  পরস্পরকে ভালোবেসে বিয়ে। সুজয় কেন ওর অক্ষমতার কথা স্বীকার করে না --- একবারও ভেবেছি? সুজয়ের যন্ত্রণা এমনিতেই ওকে কুরে কুরে খাচ্ছে। সেখানে আমিও যদি ..... 
নারীনির্যাতন নিয়ে আমরা সোচ্চার হ'ই। কিন্তু পুরুষের যন্ত্রণা, তার অন্তর্দহন কোনোদিন হৃদয় দিয়ে উপলব্ধি করেছি কী? ' আমূল পরিবর্তন অন্বেষার। বইটা হাতে নিয়ে সুজয়কে বললো , " অনাথ শিশুদের জন্য একটা আশ্রম গড়তে চাই , তুমি পাশে থাকবে তো? " সুজয় ওর প্রশস্ত বুকে অন্বেষাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে নিল!







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন