যুদ্ধ বিরোধী কবিতা -২৯
চন্দন ভট্টাচার্য্য
অস্ত্র ছেড়ে গোলাপ ধরো
যুদ্ধ ছাড়ো...
যুদ্ধ ছাড়ো...
সভ্য দেশের ভদ্র রাজা
অস্ত্র ছেড়ে গোলাপ ধর
যুদ্ধ ছাড়ো।
কেনই তোমরা যুদ্ধ করো
যুদ্ধ করে মানুষ মারো?
কেনই বানাও গোলাবারুদ
যুদ্ধবিমান বানাও কেন?
এক পৃথিবীরই আমরা সবাই
একই সাথে হচ্ছি বড়
যুদ্ধ ছাড়ো...
যুদ্ধ ছাড়ো।
লক্ষ কোটি বছর ধরে
আমরা সমাজ গড়েছি যেরে
মিথ্যে ইগোর বসে পড়ে
কেন করিস যুদ্ধ ওরে?
তুইও যেমন -- ওরাও তেমন
সবাইতো ভাই -- ভাইবোনের মতন,
কেউবা বাবা-- কেউবা কাকা
কেউবা মা -- কেউ মাসিমা
কেউ আত্মীয় -- বন্ধু -- স্বজন
এই সম্পর্ক ভুলে গিয়ে
আজকে কেন মানুষ মারো??
যুদ্ধ ছাড়ো...
যুদ্ধ ছাড়ো।
একটা গুলি ছোঁড়ার আগে
প্রভু যীশুর কথা ভাব আগেভাগে,
ক্রুশবিদ্ধ হয়েও যীশু শান্তির কথা বলেছিলেন
কৃষ্ণ- যীশু- বুদ্ধ - আল্লাহ শান্তির পথে হেঁটেছিলেন,
তাঁদের বানী ভুলে গিয়ে আজকে তুই যুদ্ধ করিস
ক্রোধ ও হিংসার বসে তোরা লাখো লাখো মানুষ মারিস !
শিক্ষা- স্বাস্থ - জনকল্যাণে বরাদ্দ কমিয়ে
প্রতিরক্ষায় বরাদ্দ দেদার বাড়িয়ে ইচ্ছে মতো বাজেট করিস...
জ্ঞান- বিজ্ঞান - কলা - দর্শন - স্থাপত্য শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রভেঙে গুঁড়িয়ে দিয়ে
যুদ্ধ জয়ের স্বপ্ন দেখিস!
একটা আঙ্গুল তোলার আগে দেখ চেয়ে তুই
তিনটে আঙ্গুল তোরই দিকে উঁচিয়ে আছে
সময়তো এখনো আছে মাথা নিচু কর মা-ধরার কাছে।
তাইতো বলি, প্রভু যীশুর কথা স্মরণ করে
দেশ বিজয়ের নেশা ছাড়ো,
যুদ্ধ ছাড়ো---
যুদ্ধ ছাড়ো...
সভ্য দেশের ভদ্র রাজা
অস্ত্র ছেড়ে গোলাপ ধরো।
অসাধারণ একটি
উত্তরমুছুন