অমর একুশে -৫০
মালা ঘোষ মিত্র
১.
রাঙানো দিন
মাদল বাজে হৃদয় জুড়ে
শুনতে পাচ্ছি বাংলা গান,
তাই তো শুধুই লহরী তোলে
সুবাসিত আকাশ বাতাস।
মুক্তি পেলে পাখির পাখা ছড়িয়ে পড়ে।
অমর একুশে আজও আছে
স্মৃতিতে রাঙানো,
সবুজ পাতার মতন ঝরে পড়ে
শহীদ বীর পুত্রদের প্রাণ
স্বাধীন হলো মাতৃভাষা
তাইতো আজও স্মরণ করি
অমর একুশে ফেব্রুয়ারি।।
২.
শব্দ তরঙ্গ
সারেঙ্গী বাজে, আলো জ্বলে
বেরিয়ে পড়ছে চোখ থেকে
লবণাক্ত জল, অন্যরকম দিন
ফুলের পাপড়িগুলো ঝরে পড়লো,
তাতে আর ফল হলো না।
ঘাসফড়িংগুলো উড়ছে,
বসন্ত বিকেলে কি বলবো বলো,
এখন যে পথ খোঁজা শেষ হয়ে
আসছে, তবুও দিশেহারা আবেগ
মাতৃভাষায় জীবনের গান
শব্দতরঙ্গ বয়ে যায় বাংলাভাষায়
আনন্দিত মনপ্রাণ।
কবিতা দুটি খুব সুন্দর।
উত্তরমুছুন