অমর একুশে -৪৯
পার্থ বন্দ্যোপাধ্যায়
২১-শের পদ্য
ভাষার প্রেমে মজে অতিবাহিত যাপন --
দুঃখিনী মায়ের ভাষা
বাপকেলে বিপন্ন ভাষা
অনর্গল প্রবহমান ভাষা পূর্বসূরীদের...
তবু বাংলাভাষা কোনোদিন
কাজের ভাষা হ'ল না আমার,
এমনই পোড়াকপাল।
ছাপোষা বেঁচে থাকার দায়ে
কলম পিষেছি যত ভিন্ ভাষায়,
তত মন্থিত হয়েছে অভিমানে
শিরায় শিরায়
দুয়োরানি বাংলাভাষা আমার!
আমার নবান্ন নেই,
নেই স্মৃতিবিজড়িত কোনো ঐকান্তিক পৌষ পার্বণ...
রাজপথ ফাটিয়ে উদ্গত কৃষ্ণচূড়ার আজন্ম আশ্বস্ত আকর্ষণে
বাঁধা পড়ে গেছি অজান্তেই
অমোঘ তীব্র এক ভাষাবন্ধনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন