লেবেল

সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

প্রতিদিন বিভাগে।। আজ থেকে প্রকাশিত হল ... অঙ্কুরীশা-র পাতায় শুধু কবিতায় —বসন্ত এসে গেছে -১।।Ankurisha।। Bengali poem in literature।।









বসন্ত  এসে গেছে -১

অজিত বাইরী 




 ১.

বসন্তে এনেছি    


বসন্তে এনেছি আমি গুচ্ছ ফুল;

এ ফুল রাখবো কোথায়?

চারিদিকে স্তূপাকার মৃতের পাহাড় ।





২.

 একটা দুটো চিঠি দিও  



একটা দুটো চিঠি দিও আকাশের নীল ডাক-বাক্স

থেকে।

এখনও কী লেখো চিঠি?

এখনও কী মন্থর দুপুরগুলোতে সাজাও অক্ষর

ডাকঘরের সবুজ এনভলপে?

তুমি তো জানো, আমি ছিলাম চাতক, সারাদুপুর উড়ে উড়ে একবিন্দু জলের প্রত্যাশায়

কোথায় -না-কোথায় ঘুরেছি।

শুধু ক'টি অক্ষরের কাঙাল, আজও আমি উড়োপুড়ো মানুষ—

তোমার দুয়ার পানে ভিখিরি  চোখ পেতে আছি।

কখনও যদি ইচ্ছে কর, কখনও যদি ভেজো স্মৃতির সৌরভে, একটা দুটো

চিঠি দিও আকাশের নীল ডাকবাক্স থেকে

বসন্তেরএই স্মৃতিমেদুর বিষণ্ণ বিকেলে ।













*পাঠকের আপনজন*  *অঙ্কুরীশা সাহিত্য পত্রিকা* 


🙏🙏লেখা আহ্বান🙏🙏


 
"এই বসন্তে অনেক জন্ম আগে
তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে
সেই বসন্ত এখন ভীষণ দামী

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে
বসন্ত এসে গেছে।"
(রবীন্দ্রনাথ ঠাকুর) 


সারা মার্চ মাস জুড়েই প্রকাশ পাবে "বসন্ত এসে গেছে"   বিষয়ক কবিতা । আপনার কবিতায়  উন্মোচিত হোক 'বসন্ত এখন ভীষণ দামী'  ।তাই  অঙ্কুরীশা-র  পাতায় আজই লিখে ফেলুন 'বসন্ত এসে গেছে'  বিষয়ক কবিতা। 
 



✍🏾✍🏾 অঙ্কুরীশা ই ম্যাগাজিনে শুরু হবে প্রতিদিন বিভাগে  বসন্ত এসে গেছে''   বিষয়ক  শুধু কবিতা।

✍🏾এই পর্বে  দুটি করে কবিতা  পাঠাবেন। 

✍️✍  মেল বডিতে (অভ্র অথবা ইউনিকোড) টাইপ করে পাঠাবেন। 

🙏এই বিভাগের  লেখা   মৌলিক ও অপ্রকাশিত হতে  হবে।
🙏কোন প্রকার ছবি বা পিডিএফ ফাইল গ্রহণ যোগ্য নয়।

 🙏এই বিভাগে  আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা কিনা উল্লেখ করে দেবেন। 


✍🏾 এই পর্ব চলবে ১লা  মার্চ২০২২ থেকে  ৩০শে  মার্চ ২০২২  পর্যন্ত। 

👇🏾আপনি আপনার  'বসন্ত এসে গেছে '  বিষয়ক   দুটো কবিতা   আজই মেল করুন👇🏾
 *ankurishapatrika@gmail.com

✍️🙏আপনার এই পাঠানো  লেখাটি অঙ্কুরীশা-য় সম্মানের সাথে প্রকাশিত হবে। 

 
✍🏾 মুক্ত মনে লিখুন  উক্ত বিষয়ের  জন্য কোন লাইন সীমা কিংবা শব্দ সীমা  নেই। 


 


২টি মন্তব্য: