বসন্ত এসে গেছে -২
আরণ্যক বসু
আরব্য রজনীতে!
( মনে করো আমি নেই ,বসন্ত এসে গেছে,
কৃষ্ণচূড়ার বন্যায় ,চৈতালি ভেসে গেছে...
---সুমন কল্যাণপুরের গান )
তোমার জন্যে নির্জন নীল ছাত
প্রতিদিনের প্রতিটি সারারাত
তোমার জন্যে চোখের বিন্দু জল
বিনা কারণে এড়িয়ে যাবার ছল।
ফাগুন যখন ভীষণ ভীষণ মাতে
প্রতীক্ষাতে এবং অপেক্ষাতে
তুমি সেখানেই পথের ঘূর্ণিধুলো
অন্তর্লীন আঁখিপল্লব ছুঁলো!
ও কোকিলা,আমের শাখায় আয় ,
পঞ্চমসুর তোর কাছে তাই চায়
আমিও তোর বনজোছনায় ডুবে
লাজুক ভোরের সুয্যি হবো পুবে।
একুশ পেরিয়ে ফাগুন এখন ধীর
পলাশকুঁড়ি বিস্ময়ে থিরথির
তোর চিবুকে আমার কাঁপা হাত
প্রতিদিনের প্রতিটি সারারাত।
স্তম্ভিত এই কলঙ্কময় চাঁদ
তিন ভুবনে কেন যে পাতে ফাঁদ?
তোমার সঙ্গে শালবনে,শীত শীতে...
সহস্র এক আরব্য রজনীতে!
💕🙏💕অনবদ্য নিবেদন ...প্রতিটি অক্ষরে,শব্দে ফুটে উঠেছে ...চির বসন্তের আমেজ ...শুধুই মুগ্ধতা ...এমন করেই সৃষ্টি হোক...দিগন্ত মুখরিত লেখা....অন্তহীন শুভকামনা...শ্রদ্ধা,ভালোবাসা
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনSundor likhechen 👏
উত্তরমুছুন