ভালোবাসার কবিতা -৫
প্রদীপ কুমার চক্রবর্তী
প্রজাপতি ও প্রেম দিবস
প্রজাপতি মাতাল হয় সামনে মুগ্ধ প্রেম দিবস
হৃদয়ের বন্ধ ঘরে জ্বলবে কি শুদ্ধ নীল আলো ,
প্রেমের কাঙাল চাওয়া ঘোচাবে কি রুদ্ধ যত কালো
যৌবনকে পুষ্ট করে আগুনরাঙা কামনার রস ।
বিদায়ী শীত নৃত্য করে পাণ্ডুর পত্র ঝরায়
তবুও তারা রেখে যায় সৃষ্টিমূলে অমলিন স্মৃতি,
তারাও তো হেসেছিল ,গেয়েছিল প্রেমের গীতি
শুষ্ক প্রেম তাই কেঁদে মরে অজান্তে অশ্রু মোছায়।
ফুটেছে লক্ষ গাঁদা, দূরে হাসে অজস্র রক্ত গোলাপ
ওরাও ছড়ায় প্রেম , বেঁচে থাকে আলোর বিভাস,
কে জানে তমালমূলে মত্ত প্রেম করে কি প্রকাশ
মাধবীলতাই জানে তার সাথে কাহার আলাপ ।
প্রেমের পুষ্পরাগে হোক হৃদয়ের নব উন্মীলন
যন্ত্রণা বিষাদ যাক , স্থিত হোক অন্তহীন সুর ,
গোধূলির অস্তরাগে শুনি কার পায়ের নূপুর
অঙ্কুরিত সবুজ পত্রে প্রেম পায় বাঁচার উজ্জীবন।
খুব ভালো লাগলো দাদা
উত্তরমুছুন