লেবেল

রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -৪০।। দেবাশীষ মুখোপাধ্যায়।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।





অমর একুশে -৪০

দেবাশীষ মুখোপাধ্যায়


মায়ের দুধের অক্ষরে তোমাকে চিনি



আমলকি বনে যে ঝিরিঝিরি হাওয়া বয়
তার গায়ে যে অক্ষর লেখা থাকে
তাতে আমি তোমাকে দেখি

চাষির কোদালের কোপে কাদামাখা যে মাটি ছিটকে পড়ে
তার গায়ে যে ঘামের গন্ধ
তাতে আমি তোমাকে দেখি

আদুল গায়ে যে বাচ্চাটা গোগ্রাসে দুমুঠো গরম ভাত পরম তৃপ্তিতে মুখে তুলে নেয়
তার মুখে যে স্বর্গ আঁকা থাকে
তাতে আমি তোমাকে দেখি

ছটফট করতে থাকা মা যে রক্তমাখা বাচ্চাটাকে নাভির ঋণে পৃথিবীর প্রথম আলো দেখায়
তার গভীর কান্নার আওয়াজে 
আমি তোমাকে আমার বুকে ধরে রাখি।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন