লেবেল

রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -৩৯।। অশোককুমার লাটুয়া।। Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অমর একুশে -৩৯

অশোককুমার লাটুয়া 



রক্তে ফোটা স্বপ্নে 

          


অনেকদিন সাফ-সুতরো হয়নি মানুষের বিবেক। 

নিভে যাচ্ছে বিশ্বাসের রাজপথে সমস্ত আলো। 

কতদিন হৃদয়ে হয়নি ভোর। রাত্রি এখন বন্ধ্যা। 

সম্পর্কের দুর্বোধ্য অসুখ কেড়ে নিচ্ছে মানুষের সুখ। 

আত্মহত্যা করছে মানবতা নিজের পাতে ঝোল টানার অভ্যাসে। 

দুর্গন্ধ ছড়াচ্ছে লোভ -- পচনশীল আকাঙ্খার কবিতা। 


সাপের মুখে ব্যাঙের গালে চুমু খাওয়ার স্তাবকতায় 

হারিয়ে যাচ্ছে নরম শাকের সৃষ্টির উর্বরতা। 

কথার মৌচাকে এখন অশ্রাব্য অশ্লীলতা। 

অন্ধকারও লুকিয়ে রাখতে পারছেনা 

আমাদের চরিত্রহীন চোখ। 

অথচ 'বাইশে 'র' একুশ' এখনও পুরনো অক্ষরে 

জলতরঙ্গের স্বরলিপি কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে। 

এখনও মহানুভব বর্ণমালা হেঁটে যায় 

বাংলার বুকে বটের ছায়া নিয়ে আমাদের রক্তের ভিতরে প্রগাঢ দরদে। 

আমাদের হৃদপিণ্ডে ভালোবাসা আজও তাই আন্তর্জাতিক 

রক্তে ফোটা স্বপ্নে ভাষার মানচিত্রে। 









1 টি মন্তব্য: