অমর একুশে -২৩
ভবানীশংকর চক্রবর্তী
১.
একুশে ফেব্রুয়ারির কবিতা
কোন ধর্ম টর্ম নয়
কোন রাজ্যপাট নয়
কেবল আপনকথা পরাণকথা
মাতৃভাষা মা
উদ্ভাস একুশে ফেব্রুয়ারি
কোন ধর্ম টর্ম নয়
কোন রাজ্যপাট নয়
যদি ভালোবাসা বলো ভালোবাসা
মাতৃভাষা মা
সে বন্ধন নাড়ীতে নাড়ীতে
উজ্জ্বল উচ্ছল একুশে ফেব্রুয়ারি
কোন ধর্ম টর্ম নয়
কোন রাজ্যপাট নয়
যদি রক্ত বলো রক্ত
একুশে ফেব্রুয়ারির শহীদের রক্ত
আমার স্বজন
আমি করি উদযাপন।
২.
বিশ্ববন্দিত একুশে ফেব্রুয়ারি
যে মাটিতে জন্ম
সে মাটি স্বদেশ
যে ভাষায় প্রথম মাকে ডাকা
সে মাতৃভাষা
সে মাটি ও ভাষার গরিমা রক্ষায়
জীবনও তুচ্ছ হয়ে যায়
সে ভাষার অধিকারে
সুদীর্ঘ সংগ্রাম
শেষ পর্যন্ত অনেক রক্তের নদী পার হয়ে
একুশে ফেব্রুয়ারি নিয়ে এলো
বিজয় গৌরব
বিশ্ববন্দিত একুশে ফেব্রুয়ারি
তোমাকে নমস্কার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন