লেবেল

মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -২৪ ।। সৌম্য ঘোষ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 






অমর একুশে -২৪

সৌম্য ঘোষ




১.

বেপরোয়া 


বেপরোয়া হতে হতে বিপন্ন
তারপর বিষাদ,
ক্রমে বিমর্ষ-
বিমূঢ় বিদীর্ণ বিচরণ।

বিস্তীর্ণ ব্যস্ততার প্রান্তে
নিঃশেষিত বিকীর্ণ উত্তাপ,
বিস্তৃত বালুচরে নীরব শীতলতা -
বিধ্বস্ত বিবেকের আশ্রয় বিজন দ্বীপে।

তবু বিলুপ্ত হৃদয় ব্যগ্র ব্যাকুল -
বিলাপ নয়,
বিদ্রোহ—
আরও এক খরস্রোতা বিপাশা।
বিসর্জন নয়,
বিভেদ নয়,
বিদ্বেষ নয়—
আরও এক বেপরোয়া বিপ্লব।






২.
পৃথিবী


পৃথিবীটা আগের মতোই সুন্দর—
সবুজ ঘাসের ওপর নীল আকাশ
গাছের মাথায় একমুঠো হাওয়া
হামাগুড়ি দেওয়া মিঠে রোদ
নদীর স্রোতে ভেসে চলা স্মৃতির ভেলা
ঘোমটা টানা জ্যোৎস্নার উঁকি
আর কটা টিমটিমে তারার আলো।

তারও চেয়ে সুন্দর -
চালের নীচে পানসে মুখের অমলিন হাসি,
কোনো চাওয়া-পাওয়া নেই
- শতছিন্ন বেড়ার ফাঁকে একফালি চাঁদের আলো ।

সবই আছে সাথে
যেমন ছিল আগে,
তোমায় পেলাম কই !
একটা ছায়া পড়েছে ঘাটে -
ধরে চলতে গিয়ে একবুক জলে।

পৃথিবীটা ঘুরছে
এপাশ থেকে ওপাশ—
কেন নয় তলা থেকে ওপর ?














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন