লেবেল

সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর- উৎসব -২০ ।। অমিত কাশ‍্যপ।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 



আলোর- উৎসব -২০

অমিত কাশ‍্যপ



মা

এক

গুটি গুটি পায়ে কখন যেন সন্ধে নামত

মা তুলশিতলায় প্রদীপ জ্বালিয়ে 

ঘরে ঘরে আলো দিতেন 

বৈঠকখানা হেঁসেল দাওয়া বড়ঘর

অন্ধকার তবুও ঘাপটি মেরে 

চৌকিরতলা বারান্দা সিঁড়ির কোণের নিচটা


হঠাৎ একদিন আলোময় হয়ে উঠল

সারাবাড়ি চোদ্দ প্রদীপ সাজিয়ে মা বললেন

আমাদের আত্মীয় যাঁরা চলে গেছেন আকাশে 

তাঁদের উদ্দেশ্যে এই প্রদীপদান।




দুই 


শহরে এসে এই চিত্রটা বদলে গেল 

সারা শহরই আলোময়, আলোর উৎসব 

দীপান্বিতা, বাড়ি বাড়ি সেজে উঠল আলোকমালায়

এখানে এখন কোনো ভয় নেই 


ভয়ের স্মৃতিচিহ্ন ক্রমশ ফিকে হয়ে গেছে 

মা'র কথা এ সময় বড় মনে হয় 

বিদেহী আত্মীয়দের যাত্রাপথ সুনিশ্চিত হোক 

আলোময় হয়ে উঠুক শান্তির বাতাবরণ


আজ মা'ও নেই, বাবাও নেই 

আলোকসজ্জায় সেজে আছে বাড়ি।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন