লেবেল

মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আলোর- উৎসব -২১।। তন্দ্রা ভট্টাচার্য্য।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




আলোর- উৎসব -২১

তন্দ্রা ভট্টাচার্য্য 


১.

আলোর বাজার

     
 আলোর ঝালর দিয়েছে রঙ্গোলি 
আকাশে বিদ‍্যুৎ হাসি  অষ্টবসু নেমে এল মর্তে।
শীতের পাতাঝরা দিনের বুকে অলিখিত কবিতা।
 নিকানো উঠোনে আলোর শেফালী মালিকা।
মনে পড়ে পূর্ব জন্মের স্মৃতি স্মরণিকা।
 এসো উৎসব এসো অন্তঃপুরে আসন পাতা 
 গ্রহণ কর তরুণী হৃদয়ের  আত্মীয়তা।
চলো ফেরি করি মন, ফেরি করি আলোর স্বপন।






 ২.       
আমি  বুঝেছি 
       
আমি  বেশ বুঝেছি আলো ক্রমাগত  
খেয়ে ফেলছে   আমাকে,আমার আঁধার কে।
আমি  ধীরে ধীরে আধফালি চাঁদ হয়ে জেগে উঠছি।
দেখছি একটা প্রকান্ড আয়না।
রান্নাঘরে আধফালি কুমড়োর চাঁদের আরাধনা।
নিলাম হচ্ছে আলো, নিলাম হচ্ছে  ক্রমাগত আকাশ।
 আলোর উৎসবে লেখা হোক দীপান্বিতা উপন‍্যাস।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন