আলোর - উৎসব - ১০
সুধাংশুরঞ্জন সাহা
১.
আলেয়া
আলেয়ার পিছনে দৌড়তে দৌড়তেই
সব শক্তি নিঃশেষিত প্রায়।
নিজের মধ্যে যে আলো আছে
তার হদিস কে দেবে?
কে জ্বালাবে জ্ঞানের শিখা,
তিমির অন্ধকারের বুক চিরে!
আত্মবিশ্বাসে ভর করে নিজেকে
নিজেই খুঁজে পেতে হবে, আবিষ্কার করতে হবে
শক্তির সব উৎস।
তবেই হবে প্রকৃত আলোর প্রকাশ।
দূরীভূত হবে অন্ধকার।
২.
সৌন্দর্য
মিথ্যা এই আলোর চমক।
মিথ্যা এই উৎসব আয়োজন।
নিজের মধ্যে নিহিত শক্তিকে জাগাতে
না পারলে, কী হবে এই বৈভবে, চাকচিক্যে?
পড়ে পড়ে মার খাওয়া ছাড়া কোনো পথই
খোলা থাকবে না আর।
নিজের মধ্যে যে আলো আছে
সেটাই তার শ্রেষ্ঠ সৌন্দর্য।
সেই সৌন্দর্যের বিস্তার চাই
বাংলার ঘরে বাইরে, সর্বস্তরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন