।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -৫।।
জয় জগন্নাথ
বিশ্বজিৎ রায়
জয় জগন্নাথ ! জয় জগন্নাথ !
প্রভু তোমার কৃপায় ভালোয়-মন্দে কাটে দিন-রাত
রাস্তাজুড়ে ছড়িয়ে থাকে যত নোংরা-আবর্জনা,
হিংসা-রক্ত-মৃত্যু ও পাপ
তোমার রথের রসি ধরে যেন পেরিয়ে যেতে পারি
সেই সব ইহজীবনের অভিশাপ…
জয় জগন্নাথ! জয় জগন্নাথ !
প্রভু, প্রাণখুলে তোমাকে ডাকি যতবার
দেখি, চোখের সামনে যেন দাঁড়িয়ে আছো তুমি
সারা মনজুড়ে তখন অদ্ভুত শান্তি, নির্ভার
তুমি অদৃশ হলেই আবার সব ভয়-আশংকা,
চারপাশ জুড়ে মনেহয় যেন শুধুই অন্ধকার…
জয় জগন্নাথ! জয় জগন্নাথ!
প্রভু, রথারোহন করে তুমি পথ দেখাও আমাদের,
আমরা তোমায় অনুসরণ করি ---
লোভ-আকাঙ্খা-ভয়-ভীতি, সকল মনস্তাপ
দূরে ঠেলে আমরা যেন এগিয়ে যেতে পারি
স্পর্শ করে, রেখে যাওয়া তোমার পদছাপ …
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন