।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১২।
রথের মেলা
মায়া দে
ছোট্ট বুবুন
সারা দুপুর
ঘুম নেই তার চোখে
বিকেল বেলা
রথের মেলা
বলছে সকল লোকে।
কেমন রথ !
কেমন পথ !
জানেই না সে কিছু
মেলা যাবে
পাঁপড় খাবে
ধরছে দাদুর পিছু ।
বিকেল বেলা
রথের মেলা
চললো দাদু নাতি
রথের দড়ি
কাড়াকাড়ি
চলছে মাতামাতি ।
লোকের ভীড়ে
কষ্ট করে
ঠাকুর দেখে বুবুন
ঠাকুর কোথায়?
রথের মাথায়
যেন বসে হুতুম ।
মনের মতন
ঠাকুর গড়ন
লক্ষ্ণী সরস্বতী
ঠাকুর ত্রয়ে
দেখেই ভয়ে
কান্না জুড়ায় অতি ।
খোল কাঁসরে
ভক্তি ভরে
জয় জগন্নাথ নাম
দুই পাশে
আছেন বসে
সুভদ্রা বলরাম।
হ্যাঁচকা মেরে
যাচ্ছে ছেড়ে
দাদুর হাতের মুঠি
মস্ত বাঁদর
খাবে পাঁপড়
কেঁদেই লুটোপুটি ।
নাগর দোলায়
চড়ে হেলায়
ভাবছে বসে বুবুন
আড়াই বছরে
কেমন করে
বলছে এমন ভাবুন--
"বোকা মানুষ
বুদ্ধি ফানুস
ঠাকুর কারে ভাবে?
হ্যান্ডিক্যাপ
উইদাউট হ্যান্ড
আশীর্বাদ পাবে???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন