।। প্রতিদিন বিভাগ।।
।।জুলাই সংখ্যা।।
।।বিষয় -' রথ' বিষয়ক কবিতা -১১।
রথযাত্রা
প্রদীপ কুমার চক্রবর্তী
উড়িয়ে ধ্বজা ছড়িয়ে মজা
ওই চলেছে জগন্নাথ,
রথতলাতে তিনি রাজা
তিনি ত্রাতা তিনিই প্রজা
সিংহাসনে তিনি আলো
তিনি থাকেন সবার সাথ
জগৎ মাঝে স্রষ্টা তিনি
তাঁহার কারণ সবাই মাত।
রথের মেলায় এই অবেলায়
কত সাধারণ জমায় ভীড়,
তাঁহার পূজা সবার মাঝে
জয়ধ্বনির কাঁসর বাজে
প্রভুর রথ যে হাজার হাতে
আগায় ধীরে প্রেম নিবিড়
এই আষাঢ়ে বৃষ্টি ঝরুক
দেখছি প্রভুর উচ্চ শির ।
মেলা প্রাঙ্গণ সব ভরেছে
খেলনা পুতুল রথ গাড়ি,
মিলেছে হেথায় নানান ধর্ম
নানান জাতির নানান কর্ম
জিলিপি পাঁপড় আম কাঁঠালের
হরেক দোকান সারি সারি
তুচ্ছ মতের ভেঙেছে বাঁধন
প্রভুই দেখেন নর নারী।
তাঁহার রথ তো দিবস রাত্রে
ভক্ত সেবায় সমর্পণ,
কদম জুঁই এর মিষ্টি সুবাস
ভরেছে জগৎ আকুল বাতাস
রথের চূড়ায় অধিনায়ক ওই
তিনি যে সাজান সম্মোহন,
মানব ভূমির মহা কল্যাণ
তাঁহার হাতেই উদ্বোধন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন